দর্শক চাহিদা মাথায় রেখে কয়েক বছর ধরেই দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেল ভিনদেশি সিরিয়াল আমদানি করে আসছে। দর্শকপ্রিয়তাও পেয়েছে সেগুলো। সেই ধারাবাহিকতায় এবার দেশের চ্যানেলে যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানি সিরিয়াল।
বিদেশি সিরিয়াল আমদানি নিয়ে ছোট পর্দার শিল্পীরা বিভিন্ন সময়ে প্রতিবাদ জানিয়েছেন। এবার পাকিস্তানি সিরিয়াল আমদানির খবরে রীতিমতো হুমকি দিলেন ছোট পর্দার অভিনেতা যাহের আলভী।
২১ মে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা। সেখানে তিনি লিখেছেন, ‘শুনলাম, পাকিস্তানি সিরিয়াল আমদানি হচ্ছে আমার দেশে। খুব শিগগিরই শুরু হবে সম্প্রচার। খুব চড়া ও অগ্রিম দামে কিনে নিয়ে আসা হয়েছে, অলরেডি ডাবিংও শুরু হয়ে গেছে।’
এরপর জোর প্রতিবাদ জানিয়ে আলভী লিখেছেন, “আমি ‘যাহের আলভী’ লাউড এবং ক্লিয়ারলি বলছি, যে সকল বাংলাদেশি চ্যানেল পাকিস্তানি নাটক আমদানি ও সম্প্রচার করবে, সেসকল চ্যানেলে আমার নাটক যাবে না। আমি সেই সকল চ্যানেলের কোনও নাটকে সজ্ঞানে অভিনয় করবো না। এর কারণ কী?” এরপর তিনি লিখেছেন, ‘বর্তমানে ইন্ডাস্ট্রি এক চরম অনিশ্চয়তায় আছে। সরকার পতনের পর কোনও বড় প্রতিষ্ঠান অথবা ব্যক্তিই সুনির্দিষ্ট অর্থলগ্নি করছে না নাটকে। দু-একজন ব্যতীত। ফলে আমার ইন্ডাস্ট্রির খেটে খাওয়া মানুষগুলো খুব দুর্বিষহ দিন পার করছে। ৯০ ভাগ ডিরেক্টর, আর্টিস্ট, ক্যামেরাম্যান, মেকাপম্যান ঘরে বসে দিন পার করছে আর সুদিনের আশায় আছে। যেখানে আমার দেশের, আমার ইন্ডাস্ট্রির মানুষ বসে থাকবে আর কষ্টে থাকবে, সেখানে চ্যানেলে পাকিস্তানি সিরিয়াল চলবে, এটা আমি বেঁচে থাকতে মেনে নিবো না। অনেকেরই ধারণা নেই, আমাদের নাটক ইন্ডাস্ট্রি কোন রসাতলে যাচ্ছে! কতটা দুর্ভিক্ষের পথে হাঁটছি আমরা। সবাই এখন ইয়া নাফসি মনোভাব নিয়ে আছে। আগে আমার দেশ, আমার ইন্ডাস্ট্রি, আমার টেকনিশিয়ান, আমার শিল্পীরা বাঁচবে। তারপর বাকি সব। কোনও বিদেশি নাটক আমদানির পক্ষে নেই আমি।’
একদম শেষে আলভী লিখেছেন, ‘আমার মতো মেরুদণ্ডী কোনও হিরো যদি ইন্ডাস্ট্রিতে থেকে থাকে, আমার সেই ভাইদের কাছ থেকেও আমি এই উদ্যোগ আশা করবো। অথবা এটা আমার একারই যুদ্ধ। লাউড অ্যান্ড ক্লিয়ার।’