X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

শিহাব শাহীনের শুরু…

বিনোদন রিপোর্ট
০৮ জুলাই ২০২৫, ১২:৫৩আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৩:৪২

বড় পর্দায় ১০ বছর পর ফিরছেন শিহাব শাহীন। ২০১৫ সালে আরিফিন শুভ এবং জাকিয়া বারী মমকে নিয়ে নির্মাণ করেছিলেন প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। সিনেমাটি তখন বেশ প্রশংসিত হয়েছিল। এরপর দীর্ঘ বিরতি নিয়ে চলতি বছরে বড় পর্দায় নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’ দিয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি।

শিহাব শাহীন, রোমান্টিক নির্মাণে তার জুড়ি মেলা ভার। রোমান্সের পাশাপাশি ড্রামা, থ্রিলার, সায়েন্স ফিকশন, সাইকোলজিক্যাল...সব ধরনের কাজ করে নিজেকে বহু আগেই সব্যসাচী নির্মাতা হিসেবে প্রমাণ করেছেন। সিনেমা ও টিভি ধারাবাহিকের পাশাপাশি তিনি ওয়েব সিরিজেও মুন্সিয়ানা দেখিয়েছেন।

এবার বিজ্ঞাপন নির্মাণে নিজের দক্ষতা দেখানোর পালা। হ্যাঁ, বিজ্ঞাপনে হাতেখড়ি হচ্ছে শিহাব শাহীনের।  

জানা গেছে, দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসারের ক্ষেত্রে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস উদ্ভাবিত ‘সুখী’ অ্যাপের ছয়টি বিজ্ঞাপন নির্মাণ করবেন শিহাব শাহীন। এতে কাজ করবেন রাফিয়াত রশিদ মিথিলা, প্রার্থনা ফারদিন দীঘি, রুকাইয়া জাহান চমক, নাসির উদ্দিন খান, মামনুন হাসান ইমন ও ইরফান সাজ্জাদ।

বিজ্ঞাপন নির্মাণ বিষয়ে শিহাব শাহীন বলেন, ‘নির্মাতা হিসেবে কাজ করছি অনেকদিন ধরেই। আমার এত লম্বা ক্যারিয়ারে কখনও বিজ্ঞাপন নির্মাণ করা হয়নি। প্রথমবারের মতো বিজ্ঞাপণ নির্মাণ করতে যাচ্ছি।  সেটিও আবার সিরিজ আকারে। বড় পরিসরে প্রস্তুতি নিয়ে কাজটি করব। আশা করি ভালো কিছুই হবে।’

তিনি আরও জানিয়েছেন, আগামী সাপ্তাহে শুটিং শুরু হবে বিজ্ঞাপনগুলোর। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে হবে শুটিং।

বলা প্রয়োজন, শিহাব শাহীন ২০০১ সালে ‘ঘূর্ণি’ নাটকের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে তার নির্মাণে ‘রমিজের আয়না’ দারুণ জনপ্রিয়তা পায়। ২০১৫ সালে তার প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ প্রশংসিত হয়। তার নির্মিত ওয়েব সিরিজগুলো তাকে ওটিটি প্ল্যাটফর্মে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। যার মধ্যে ‘সিন্ডিকেট’, ‘মাইসেল্ফ আলেন স্বপন’, ‘গোলাম মামুন’ উল্লেখযোগ্য।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
ইতিহাস গড়লেন স্কারলেট
ইতিহাস গড়লেন স্কারলেট
যুক্তরাষ্ট্রে চিত্রায়িত দুটি গানচিত্র
যুক্তরাষ্ট্রে চিত্রায়িত দুটি গানচিত্র
ব্ল্যাক-ম্যাজিক নিয়ে তিশা-ইয়াশ-উর্বি
ব্ল্যাক-ম্যাজিক নিয়ে তিশা-ইয়াশ-উর্বি
উপন্যাসের ৯০ বছর পূর্তিতে সিনেমা মুক্তি
উপন্যাসের ৯০ বছর পূর্তিতে সিনেমা মুক্তি