ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে আটক ভারতীয় বালককে ফিরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশে বাংলাদেশে ভারতের হাই কমিশনের কর্মকর্তারা ওই বালকের সঙ্গে দেখা করেছেন। ওই বালকের নাম সোনু। ২০১০ সালে দিল্লি থেকে সোনু হারিয়ে যায়।
এক টুইটার বার্তায় সুষমা স্বরাজ বলেন, ‘আমাদের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন মেহবুব এবং মুমতাজের সঙ্গে দেখা করেছেন, যারা সোনুকে তাদের ছেলে বলে দাবি করছেন। ঢাকায় আমাদের হাই কমিশনের কর্মকর্তারা যশোর যাবেন, যেখানে সোনুকে একটি শিশুদের আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।’
অপর এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমরা সোনুর ডিএনএ-এর সঙ্গে ওই দম্পতির ডিএনএ মিলিয়ে দেখব। যদি এই ফল মিলে যায়, তাহলে আমরা অনতিবিলম্বে সোনুকে ভারতে ফিরিয়ে আনব।’
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইট বার্তায় জানান, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা সোনুর সঙ্গে দেখা করতে যশোর গেছেন।
সোনুর ফাইলটি তার অফিসে আসার পর সুষমা স্বরাজ টুইট করেন, ‘এই বিষয়টি আমার অফিসে আনার জন্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে তৎপরতা শুরু করেছি। তা শিগগিরই সমাধান হবে।’
সোনু ২০১০ সালে দিল্লি থেকে হারিয়ে যায়। সম্প্রতি এক ব্যক্তি যশোর থেকে তার পরিবারকে সোনুর বিস্তারিত জানায়। বর্তমানে সোনু যশোরের একটি শিশুদের আশ্রয়কেন্দ্রে রয়েছে। তবে সোনু কি করে বাংলাদেশে পৌঁছাল, এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
সূত্র: এনডিটিভি।
আরও পড়ুন:
সাইবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবে সুইফট
নতুন নেতা নির্বাচন করল তালেবান
আইএস-এর ‘রাজধানী’ দখলে কুর্দি বাহিনীর অভিযান
/এসএ/বিএ/