X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে আটক জওয়ানকে ফিরিয়ে আনতে ভারতের কূটনৈতিক উদ্যোগ

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৬, ১২:১০আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১২:১২

চান্দু বাবুলাল চৌহান পাকিস্তানে আটক ভারতীয় জওয়ানকে ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ নেবে দিল্লি। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে দেশটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

আটক ওই জওয়ানের নাম চান্দু বাবুলাল চৌহান। তিনি ভারতের রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান।

২৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখে পাকিস্তানে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনার দাবি করে ভারত। ওইদিনই নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের ঢুকে পড়েন ভারতীয় জওয়ান চান্দু বাবুলাল চৌহান। তবে দেশটির কর্মকর্তারা বলছেন, চৌহান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে প্রবেশ করেননি। ‘ভুল করে’ তিনি দেশটিতে প্রবেশ করেন।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে চৌহানের কোনও সম্পর্ক ছিল না। রাষ্ট্রীয় রাইফেলসের ওই জওয়ান নিয়ন্ত্রণরেখা সংলগ্ন সেনাঘাঁটিতে প্রহরারত ছিলেন।

চান্দু বাবুলাল চৌহানকে ফিরিয়ে দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) রণবীর সিং। তবে সূত্র বলছে তার আহ্বানে কোনও সাড়া দেয়নি পাকিস্তান। তাই চৌহানের মুক্তির গুরুত্ব বিবেচনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি বিষয়টি তুলে ধরার ভাবছে দিল্লি।

এর আগে অবশ্য বিষয়টিতে জড়াতে আগ্রহ দেখায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা চাইছিল সামরিক বাহিনীই এর একটা সমাধান করুক।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের হাতে আটক হওয়া ভারতীয় জওয়ান চান্দু বাবুলাল চৌহানকে (২২) ছাড়ানোর জন্য যথাসম্ভব চেষ্টা চালানো হচ্ছে। দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে চান্দু বাবুলাল চৌহানকে ছাড়াতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

ওই জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে রাজনাথ সিং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ দেশটির সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন।

/এমপি/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?