X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মুসলিম নিষেধাজ্ঞার প্রশ্নে ট্রাম্পকে জ্ঞান দেবেন না ট্রুডো

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৩৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:০৮
image

ট্রাম্প-ট্রুডো কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শরণার্থী নিষেধাজ্ঞা নিয়ে কোনও জ্ঞান দিতে চান না।

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র সফররত ট্রুডো বলেন, ‘কানাডীয়দের ধারণা অনুযায়ী, সর্বশেষ যে কাজটি আমি করতে পারি তা হলো – কিভাবে সরকার চালাতে হবে, সে সম্পর্কে অপর এক দেশকে জ্ঞান দেওয়া।’

সংবাদ সম্মেলনে নেতারা দেশ দু’টির অবিভক্ত অর্থনৈতিক লক্ষ্য এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তবে সিরীয় শরণার্থী বিষয়ক প্রশ্নে অভিবাসন নীতির কথাই উঠে আসে পুরো সংবাদ সম্মেলন জুড়ে।

বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি ‘একটি বৃহৎ, সুন্দর, খোলা দরজা’ প্রত্যাশা করেন। তবে তিনি বলেন, ‘আমরা কোনও মন্দ লোককে ভেতরে আসতে দিতে পারি না।’

উল্লেখ্য, ট্রাম্প ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে পরবর্তী চারমাসের জন্য সব ধরনের শরণার্থী কার্যক্রম বন্ধ করেন। সেই সঙ্গে পরবর্তী তিন মাসের জন্য সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের (ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন) নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে সিয়াটলের এক বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও বৃহস্পতিবার সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।

আপিল আদালতের পর এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে মার্কিন বিচার বিভাগ। তবে সুপ্রিম কোর্টে না গিয়েও ট্রাম্প নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা সবসময়ই ঘনিষ্ঠ মিত্র হয়ে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে একে-অপরের পাশে থেকেছে।

তিনি আরও বলেন, ‘কখনও আমরা একে-অপরের সঙ্গে দ্বিমত পোষণ করেছি। তবে সবসময়ই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমরা তা করেছি।’

উল্লেখ্য, কানাডীয় প্রধানমন্ত্রী ৪০ হাজার শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়ে আগেই বিশ্বব্যাপী খবরের শিরোনাম হয়েছেন। তিনি জানিয়েছেন, তার দেশ নিপীড়ন ও যুদ্ধ কবলিত মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে