X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শতাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের রেকর্ড গড়লো ভারত

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৫
image

 

শতাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের রেকর্ড গড়লো ভারত বিশ্বে একইদিনে শতাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ করা দেশ একটিই। সেটি হলো ভারত। একদিনে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস গড়েছে তারা। এর আগে কোনও দেশ একসাথে এতো বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারেনি। ২০১৪ সালে রাশিয়া ৩৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল।

তবে বুধবার পিএসএলভি-৩৭ রকেটের মাধ্যমে ১০৪টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ একসঙ্গে উৎক্ষেপণ করা হলো। ভারতই প্রথম দেশ যারা এক মিশনেই মহাকাশে এতগুলো স্যাটেলাইট পাঠাল। মাত্র আঠারো মিনিটেই সবগুলো স্যাটেলাইট মহাশূন্যে অবমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এ স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। পর্যবেক্ষকরা বলছেন, মহাকাশের ক্ষেত্রে ভারত যে একটি শক্তিশালী দেশ হয়ে উঠছে এটি তার উদাহরণ।প্রকল্প পরিচালক বি জয়কুমার বার্তা সংস্থা রয়টার্সকে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমাদের প্রত্যেকের জন্য এটি একটি অসাধারণ মুহূর্ত। আজ আমরা ইতিহাস গড়েছি।’

মাত্র তিনটি ছাড়া বাকি সব স্যাটেলাইট বিদেশি, যার ৯৬টি যুক্তরাষ্ট্রের। এছাড়া ইসরায়েল, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসের স্যাটেলাইট রয়েছে সেখানে।

ভারত যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছে সেগুলো মহাকাশ থেকে ভালো ছবি পাঠাতে পারবে। ধারণা করা হচ্ছে, ভারতের প্রতিদ্বন্দ্বী চীন এবং পাকিস্তানের উপর নজরদারী করতেও সক্ষম হবে এ স্যাটেলাইটগুলো। ১০৪টি স্যাটেলাইট বহনকারী রকেটটি ভারতের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে পাঠানো হয়েছে।

১০৪টি স্যাটেলাইট বহনকারী রকেটটি ভারতের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে পাঠানো হয়েছে। বিবিসি'র সংবাদদাতারা বলছেন, সফলভাবে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য একটি বিরাট সাফল্য। মহাকাশ নিয়ে ভারতের যে উচ্চাভিলাষী পরিকল্পনা এটি তার ইঙ্গিত বহন করে।

মহাকাশে স্যাটেলাইট ব্যবসায় ভারত বেশ দ্রুত গতিতে এগিয়ে আসছে। প্রতিযোগী বিভিন্ন দেশের তুলনায় ভারত কম খরচে স্যাটেলাইট ভাড়া দিচ্ছে। চলতি বছর ভারত মহাকাশ গবেষণার জন্য তাদের আর্থিক বরাদ্দ বাড়িয়েছে। এছাড়া শুক্রগ্রহে মিশন পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারত।

স্যাটেলাইট উৎক্ষেপণে বিশ্ব রেকর্ড করায় বিজ্ঞানীদের অভিনন্দন জানানো প্রথম ব্যক্তিদের একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘ইসরো’র এই অসাধারণ কৃতিত্ব আমাদের মহাকাশ বিজ্ঞান কমিউনিটি এবং পুরো জাতিকে একটি গর্বিত মুহূর্ত এনে দিয়েছে। সমগ্র ভারত আমাদের বিজ্ঞানীদের স্যালুট জানাচ্ছে।’

এর আগে এক মিশনে সবচেয়ে বেশি সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণের রেকর্ড ছিল রাশিয়ার দখলে। ২০১৪ সালে দেশটি একসঙ্গে ৩৭ টি স্যাটেলাইট মহাকাশে পাঠায়।

/বিএ/

সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে