X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পিয়ংইয়ংয়ে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০১

কিম জং-নাম উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাইকে হত্যার ঘটনায় মালয়েশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ছে পিয়ংইয়ং-এর। এ ঘটনায় পরামর্শ করতে সোমবার পিয়ংইয়ংয়ে নিযুক্ত মালয়েশীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে কুয়ালালামপুর। এছাড়া মালয়েশীয় কর্তৃপক্ষের এ সংক্রান্ত তদন্ত নিয়ে মন্তব্যের অভিযোগে দেশটিতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়ালালামপুর বিমানবন্দরে গত সপ্তাহে রহস্যজনকভাবে অসুস্থ হওয়ার পর মারা যান কিম জং-নাম। বিমানবন্দরে তাকে উত্তর কোরিয়ার গুপ্তঘাতকরা তাকে বিষ প্রয়োগে হত্যা করেছে সন্দেহ করছে মালয়েশিয়ার পুলিশ।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন দেশটিতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কাং চোল। মূলত ওই সংবাদ সম্মেলনে দেওয়া তার বক্তব্য ব্যাখ্যা করতে তাকে তলব করেছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেছেন, মালয়েশিয়া সরকারকে কিছু বিষয় ছাপিয়ে যেতে হবে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় মালয়েশিয়ার পুলিশ এরইমধ্যে উত্তর কোরিয়ার নাগরিকসহ কয়েকজনকে গ্রেফতার করেছে। এখন সন্দেহভাজন চার উত্তর কোরীয় নাগরিককে খুঁজছে পুলিশ। তবে এই সন্দেহভাজন ব্যক্তিরা মালয়েশিয়া থেকে পালিয়ে গেছে বলে মনে করা হচ্ছে।

ময়নাতদন্ত ও ডিএনএন পরীক্ষা ছাড়া উত্তর কোরিয়ার কাছে  নিহত কিম জং-নামের লাশ হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছে মালয়েশিয়া। মূলত এ অস্বীকৃতির ঘটনায়  দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম ইল সুং তার বড় ছেলে এই কিম জং নামকে পাশ কাটিয়ে পরবর্তী নেতা মনোনীত করেছিলেন ছোট ছেলে কিম জং আনকে। এরপর থেকে কিম জং নাম পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিলেন এবং ম্যাকাও, চীন ও সিঙ্গাপুরে থাকতেন।  তিনি এর পর উত্তর কোরিয়ায় তার পরিবারের একক শাসন এবং ছোট ভাইয়ের নেতৃত্বের যোগ্যতার বিরুদ্ধে কথা বলেছিলেন, তবে তিনি নিজে নেতা হওয়ার ব্যাপারে আগ্রহ দেখাননি। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ