X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মদ্যপ অবস্থায় ছিলেন অরলি বিমানবন্দরে হামলাকারী

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৭, ১০:৩৪আপডেট : ২০ মার্চ ২০১৭, ১১:৩৬
image

মদ্যপ অবস্থায় ছিলেন অরলি বিমানবন্দরে হামলাকারী

ফ্রান্সের অরলি বিমানবন্দরে হামলা চেষ্টাকারী যুবকের রক্তে ড্রাগস ও মাদক পাওয়া গেছে। রক্ত পরীক্ষার পর এই ব্যাপারে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। প্যারিসের প্রসিকিউটর বলেন, তার রক্ত পরীক্ষার সময় কোকেইন ও ক্যানাবিসের উপস্থিতি পাওয়া গেছে। তার অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি লিটারে .৯৩ গ্রাম। ফ্রান্সে গাড়িচালানোর সীমা থেকে এটি প্রায় দ্বিগুণ।

রেডিওতে এক সাক্ষাতকারে তার বাবা বলেন, ‘আমার ছেলে সন্ত্রাসী ছিলনা। সে মদ্যপ ছিল। মাতাল হওয়ার কারণেই সে এমনটা করেছে।’ শনিবার জিজ্ঞাসাবাদের পর তার বাবাকে ছেড়ে দেওয়া হয়। রবিবার তার ভাই ও আত্মীয়কেও মুক্তি দেওয়া হয়।

বেলগাশেম নামের ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর অরলিতে হামলার চেষ্টা করে। তিনি শনিবার সকালে পেট্রলের ক্যানসহ তার ব্যাগটি ছুঁড়ে মারেন এবং টহলরত বিমানবাহিনীর এক নারী সদস্যের অস্ত্র ছিনিয়ে নিতে চান।সেসময় অন্য সেনারা তাকে গুলি করে হত্যা করে

তার শরীর থেকে একটি কোরআন ও ৭৫০ ইউরো উদ্ধার করে পুলিশ। কয়েক গ্রাম কোকেইন ও একটি চাপাতিও ছিল তার কাছে। 

৯ বছর বয়সী ওই ব্যক্তি পুলিশের নজরদারিতে ছিলেন। কয়েক বছর আগে মাদকপাচারের অভিযোগে জেল খেটেছেন তিনি। তখন তাকে মৌলবাদী মুসলিম মনে হয়েছিল কর্তৃপক্ষের।

শনিবার এই ঘটনার কিছুক্ষণ আগেই এক পুলিশ সদস্যকে গুলি করে বেলগ্যাশেম। তারপর তারা বাবা-মাকে ফোন দিয়ে বলেন যে, তিনি একটি বোকামি করেছেন। এরপর একটি বারে গিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকেন। একটু পর একটি গাড়ি চুরি করে তিনি এয়ারপোর্ট পৌঁছান। সেখানেই গুলি করে হত্যা করা হয় তাকে।

সূত্র: বিবিসি

/এমএইচ/

সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস