X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মানবজাতিকে বাঁচাতে আবারও 'অন্য পৃথিবীতে' বসতি খোঁজার তাগিদ হকিংয়ের

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৭, ১৮:০৭আপডেট : ২১ মে ২০১৭, ১৮:১২
image

স্টিফেন হকিং মনুষ্য প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে পৃথিবীর বাইরে বসবাসের উপযোগী অন্য জায়গা খুঁজে নেওয়ার জন্য আবারও তাগিদ দিয়েছেন পদার্থবিদ স্টিফেন হকিং। তার মতে, বসতি গড়ার জন্য পৃথিবীর বাইরে বিকল্প গ্রহের সন্ধান এখনই শুরু করা উচিত। লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হকিং এ সাবধানবাণী দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, আগামী মাসে নরওয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘স্টারমাস বিজ্ঞান ও শিল্পকলা উৎসব’কে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন হকিং। সেসময় বিশিষ্ট এ পদার্থবিদ সতর্ক করে বলেন, ‘আমাদের টিকে থাকা নির্ভর করছে অন্য গ্রহ খুঁজে পাওয়া এবং সেখানে বসতি গড়ে তোলার ওপর। পৃথিবীতে আমাদের জন্য জায়গা ফুরিয়ে আসছে। মহাবিশ্বের অন্য কোথাও বসবাসের ক্ষেত্রে আমাদের যে প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে তা কাটানো দরকার।’


গত বছরের জানুয়ারিতেও একই ধরনের সতর্কতা দিয়েছিলেন হকিং। সেসময় তিনি বলেন,পারমাণবিক যুদ্ধ,বৈশ্বিক উষ্ণতা ও জিনগতভাবে উদ্ভাবিত কৃত্রিম ভাইরাস মানবসৃষ্ট দুযোর্গ তৈরি করছে। প্রযুক্তি ও বিজ্ঞানের ক্রমাগত অগ্রসরতা সে ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছিলেন হকিং। তার মতে অন্য গ্রহে মানুষের বসবাস উপযোগী কলোনি তৈরি করতে পারলেই মানবজাতিকে বাঁচানো সম্ভব হবে।
এর আগে আরেকটি অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতা ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছিলেন স্টিফেন হকিং। তিনি বলেন, ‘এই হুমকির কারণে আমরা নিজেদের অগ্রসরতা পথ বন্ধ করে দেব তা না। কিন্তু আমাদের সবার উচিত বিপর্যয়ের বিষয়টি স্বীকৃতি দেওয়া এবং সেগুলো নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া।’
বিজ্ঞানের পথকে সুগম করতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্টারমাস উৎসবে তিনটি মেডেল প্রদান করা হবে। প্রত্যেক বিজয়ী মেডেলের পাশাপাশি একটি করে ১৮ ক্যারটের স্বর্ণের ঘড়িও পাবেন। ওই উৎসবের অন্যতম বক্তা হকিং।
/এফইউ/

 

সম্পর্কিত
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
সর্বশেষ খবর
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র