X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

'বরফের দেশ' থেকে 'সবুজের অরণ্য' হতে যাচ্ছে অ্যান্টার্কটিকা!

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৭, ১২:০০আপডেট : ২২ মে ২০১৭, ১২:০১
image

অ্যান্টার্কটিকা জলবায়ুর মানুষসৃষ্ট পরিবর্তনের কারণে পৃথিবীর দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকার বরফ গলছে, এটি কোনও নতুন খবর নয়। নতুন খবর হলো, জলবায়ু পরিবর্তনে বরফ গলতে থাকায় এর বিপরীতে অ্যান্টার্কটিকা সবুজে ছেয়ে যেতে শুরু করেছে। না, অ্যান্টার্কটিকায় কোনও গাছ লাগানো হয়নি কিন্তু! আসলে শ্যাওলায় ছেয়ে যেতে শুরু করেছে ওই অঞ্চল।  প্রকৃতি বিয়ষয়ক ওয়েবসাইট ন্যাশনাল জিওগ্রাফির প্রতিবেদন থেকে জানা গেছে, বরফের দেশ খ্যাত ওই হিমবাহ রূপান্তরিত হতে যাচ্ছে এক সবুজ অরণ্যে।

দক্ষিণ মেরুর বরফ ছাওয়া ধবল জমিনে দিন দিন বাড়ছে সবুজের ওই বিস্তৃতি। নতুন এক গবেষণার ভিত্তিতে একদল বিজ্ঞানী দাবি করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণেই  দক্ষিণ মেরুর হিমেল রাজ্যের পরিবেশ বদলে যাচ্ছে। তাদের মতে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে স্থানে স্থানে বরফ গলে বেরিয়ে এসেছে তলার মাটি। আর এ কারণে  তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সবুজ শ্যাওলা গজাচ্ছে।

বৃহস্পতিবার কারেন্ট বায়োলজি নামক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, অ্যান্টার্কটিকার প্রায় সব অংশেই এই আবহাওয়াগত পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করা গেছে। বিশ্ব উষ্ণায়নের কারণে যেভাবে উত্তর মেরুতে সবুজের বিস্তার ঘটছে, অ্যান্টার্কটিকাতেও একই ধরনের পরিবর্তন হচ্ছে। 

বিজ্ঞানীরা তাদের পরীক্ষায় দেখেছেন, ১৯৫০ সালের পর থেকেই সেখানে এই পরিবর্তনের সূচনা। ধারণা করা হচ্ছে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যান্টার্কটিকা আরো সবুজ হয়ে উঠবে এবং অদূর ভবিষ্যতে ঐ অঞ্চলের ভূপ্রকৃতি ও জীববৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন সাধিত হবে। 

উল্লেখ্য, এর আগেও বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ সম্প্রতি এই গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়। সেখানে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, অ্যান্টার্কটিকা বলতে বারো মাস জমাট বরফে ঢাকা যে মহাদেশটিকে বোঝাত, এখন সেখানে একচেটিয়া শুভ্রতা নেই। বড় গাছপালা বলতে যা বোঝায়, এখনো এর অস্তিত্ব সেখানে নেই। তবে ফুল হয় এমন দুটি উদ্ভিদ গত ৫০ বছরে বেশ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞানীরা বলচেন, গত এক শতাব্দীতে সমুদ্রের পানির উচ্চতা ২০ সেন্টিমিটার বা প্রায় আট ইঞ্চি বেড়ে গিয়েছে৷ জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞের প্যানেল ধারণা করছে, চলতি শতাব্দীতে ১৮ থেকে ৫৯ সেন্টিমিটার বা সাত থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত বাড়বে সমুদ্রের পানির উচ্চতা৷ এর সঙ্গে যদি যোগ হয় অ্যান্টার্কটিকার বরফ, তাহলে তো কথাই নেই।

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে