X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সংবাদমাধ্যমে ম্যানচেস্টার হামলার গোয়েন্দা তথ্য ফাঁসের তদন্ত চান ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৭, ০৯:৩৫আপডেট : ২৬ মে ২০১৭, ১৬:০৪
image

ন্যাটো মহ্যাসচিব জেনস স্টোলটেনবার্গের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যমে ম্যানচেস্টার হামলার গোয়েন্দা অনুসন্ধানের তথ্য ফাঁসের তীব্র সমালোচনা করে তার পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনাকে ‘গভীর উদ্বেগের কারণ’ বলেও উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস সফররত ট্রাম্প এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

এ তথ্য ফাঁসের ঘটনাকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানানোর কথাও বলেন তিনি।

বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘এ তথ্য ফাঁস খুবই সংবেদনশীল ঘটনা। যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমি বিচার বিভাগ ও অন্যান্য গোয়েন্দা সংস্থাকে এ ঘটনার একটি পূর্ণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বলছি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক বিশেষ সম্পর্কের চেয়েও বেশি কিছু। তথ্য ফাঁসের এমন ঘটনা দীর্ঘ সময় ধরে চলতে পারে না।’

হামলায় ব্যবহৃত বোমার ছবি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। ছবিতে দেখা যায়, ব্যাটারি ও স্ক্রু’সহ একটি বস্তু যা বোমা বলে দাবি করা হয়েছে। তার সঙ্গে ব্যাকপ্যাকের কিছু ছেঁড়া অংশও লেগে আছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের দাবি, সোমবার কনসার্টে হামলায় এই বোমাই ব্যবহার করা হয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যামবার রুডও তদন্তের আলামত ফাঁসের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, ‘ব্রিটিশ পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তথ্য প্রকাশের ধারা নিয়ন্ত্রণ করতে চায়। এটি সঠিক তদন্তের জন্য প্রয়োজন। আমিও আমাদের মিত্রদের স্পষ্ট জানিয়ে দিয়েছি যে এমনটা যেন আর না হয়।’ তবে এ তথ্য ফাঁসের ঘটনা তদন্তে কোনও প্রভাব ফেলবে না বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ মে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে এ হামলা চালানো হয়। এতে নিহত হন অন্তত ২২ জন। আহত হন কমপক্ষে ১১৬ জন। হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

/এসএ/

সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
দুই বছর পর আবার একসঙ্গে...
দুই বছর পর আবার একসঙ্গে...
বৃষ্টি এবং প্রেম
বৃষ্টি এবং প্রেম
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
পরপারে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি
পরপারে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?