X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লন্ডন টিউবে ভবন-আতঙ্ক!

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৭, ২০:৩৭আপডেট : ১৭ জুন ২০১৭, ২০:৫৭
image

 

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুনের ভয়াবহতার পর লন্ডনের টিউব ট্রেন সার্ভিসে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বেশকিছু সেবা এরইমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। লন্ডন ফায়ার সার্ভিসের উদ্যোগে এই সিদ্ধান্তটি নেওয়া হলেও এর কারণ জানানো হয়নি।

লন্ডনের টিউব ট্রেন

উল্লেখ্য, বুধবার রাতে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনের তাণ্ডবে ভবনটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। মৃত্যুঝুঁকিতে রয়েছেন ১৯। তবে এখনও প্রায় ৭০ জন নিখোঁজ রয়েছেন। তবে লন্ডন মেট্রোপলিট্রন পুলিশের পক্ষ থেকে স্পষ্ট স্বীকারোক্তি দেওয়া হয়েছে, সব মরদেহ পাওয়ার ব্যাপারে তারা নিজেরাই নিশ্চিত নন।

লন্ডন ফায়ার সার্ভিসের নির্দেশনা অনুযায়ী, গ্রেনফেলে আগুন লাগার পর বন্ধ করে দেওয়া হয়েছে লাটিমার রোডের টিউব স্টেশন। ওই এলাকার পাতাল ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে।তবে ঠিক কোন ঝুঁকির কথা বিবেচনা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা যায়নি।

লাটিমার রোড এলাকায় দায়িত্ব পালনকারী এক পুলিশ কর্মকর্তা গার্ডিয়ানকে জানান, লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) এর নির্দেশনা অনুযায়ী, ওই এলাকার টিউব স্টেশন, হ্যামারস্মিথ এবং সিটি লাইন বন্ধ করে দেওয়া হয়েছে।  

ট্রান্সপোর্ট ফর লন্ডনও গার্ডিয়ানকে জানিয়েছে, এজওয়ার রোড এবং হ্যামারস্মিথের মধ্যকার টিউব সার্ভিস সাময়িক বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের নির্দেশনা মেনেই তা করা হয়। তবে তারা ঠিক কী কারণে এ নির্দেশনা দিয়েছে তা জানা যায়নি।

লন্ডন ফায়ার ব্রিগেডের কাছ থেকে এ ব্যাপারে সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে গার্ডিয়ান। গ্রেনফেল টাওয়ারের ভেতরে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে তারা।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র