X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভূমধ্যসাগরে নৌকাডুবি, অর্ধশত শরণার্থীর প্রাণহানির শঙ্কা

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৭, ১৭:৪৭আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৭:৫৩

ভূমধ্যসাগরে নৌকাডুবি, অর্ধশত শরণার্থীর প্রাণহানির শঙ্কা ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত অর্ধশত শরণার্থীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভূমধ্যসাগরের আলবোরান নামক এলাকায় রাবারের তৈরি নৌকাটি ডুবে যায়। স্প্যানিশ কোস্টগার্ডের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শরণার্থীভর্তি নৌকাটি ইউরোপমুখী বিভিন্ন দেশের ৫২ জন আরোহীকে নিয়ে আফ্রিকার দেশ মরক্কো থেকে যাত্রা করেছিল। স্পেনের আলবোরান দ্বীপের ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে নৌকাটির অর্ধেক ডুবে যায়।

নৌকাটির তিন আরোহীকে উদ্ধারে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃত তিনজন ছাড়া বাকিদের পানিতে ডুবে মৃত্যু হয়েছে কিনা! সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্প্যানিশ কোস্টগার্ডের মুখপাত্র বলেন, আমাদেরও তাই মনে হচ্ছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ভূমধ্যসাগরের আলবোরান দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃত তিন আফ্রিকান নাগরিকের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। তারা জানিয়েছেন, রাবারের নৌকাটিতে ৫০ জনের বেশি আরোহী ছিল। নৌযানটি মরক্কোর উত্তরাঞ্চলীয় উপকূল ত্যাগের কয়েকদিনের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকৃত তিন ব্যক্তিকে স্পেনের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ২৭ জুন ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে প্রায় পাঁচ হাজার শরণার্থীকে উদ্ধার করে ইতালির নৌবাহিনী। পরে উদ্ধার তৎপরতায় যুক্ত হন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। এ সময় অন্তত ২৪ জনের লাশ পাওয়া গেছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলীর শহরতলী এলাকার উপকূলের কাছ থেকে এসব শরণার্থীকে উদ্ধার করা হয়। তারও দুইদিন আগে ২৫ জুন লিবিয়ার উপকূল থেকে ৭১২ শরণার্থীকে উদ্ধার করে আয়ারল্যান্ডের নৌবাহিনী। গত মাসের গোড়ার দিকে ভূমধ্যসাগরে ১২৬ জন শরণার্থীবাহী একটি নৌকাডুবি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়। জাতিসংঘ অভিবাসন সংস্থা জানিয়েছে, নৌকাটির ইঞ্জিন চুরি হওয়ার কারণেই এটি সাগরে ডুবে যায়।

২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে তুরস্কের উপকূলে সন্ধান মেলে আয়লান নামের এক সিরীয় শিশুর মৃতদেহ। সমুদ্রের উত্তাল ঢেউয়ে নিথর পড়ে থাকা শিশু আয়লান কুর্দির নাম শুনলে এখনও স্তব্ধ হয়ে যান অনেকে। ছোট নৌকায় থাকা আয়লান ও তার ভাই ভেসে যায় তুরস্কের সৈকতে। তাদের মা ভেসে যান দূরের অন্য এক সৈকতে। এখনও জীবনের ঝুঁকি নিয়ে সপরিবারে সাগরে ভাসছেন হাজার হাজার আয়লান কুর্দি। এই শরণার্থীদের সলিল সমাধি যেন থামছেই না। সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট মনিটর।

/এমপি/

সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র