X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১
রয়টার্স-এর বিশেষ প্রতিবেদন

‘মাদকাসক্তি’র অজুহাত কাজে লাগিয়েই বাস্তবায়িত হয়েছিল সৌদি ‘প্রাসাদ ষড়যন্ত্র’

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৭, ১৬:০০আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৬:০৩
image

 

সৌদি বাদশাহ আব্দুল আজিজ বিন সালমান নিজের ছেলেকে যুবরাজ (ক্রাউন প্রিন্স) ঘোষণা করতে গিয়ে ভাতুষ্পুত্র বিন নায়েফের ‘মাদকাসক্তি’কে অজুহাত হিসেবে ব্যবহার করেছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে ২১ জনু সেই রাতের ঘটনার বর্ণনা তুলে ধরা হয়েছে। বিন নায়েফের ঘনিষ্ঠ সূত্রসহ প্রাসাদের বিভিন্ন সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক রাতের ব্যবধানে সৌদি সিংহাসনের উত্তরাধিকার বদলে গিয়েছিল নায়েফের মাদকাসক্তিকে কারণ হিসেবে দেখিয়ে।
‘মাদকাসক্তি’র অজুহাত কাজে লাগিয়েই বাস্তবায়িত হয়েছিল সৌদি ‘প্রাসাদ ষড়যন্ত্র’

উপ-প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও ছিলেন তখনকার সৌদি রাজতন্ত্রের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ক্রাউন প্রিন্স বিন নায়েফ। তার ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ২০০৯ সালে এক আল কায়েদা হামলায় তিনি বেঁচে গেলেও তার দেহে থেকে যায় শার্পনেল।গত কয়েক বছরে বিন নায়েফ সুইজারল্যান্ডে অন্তত তিনবার চিকিৎসার জন্য গিয়েছিলেন জানিয়ে প্রাসাদের একটি সূত্র জানায়, শার্পনেল বের করা যায়নি বলে মরফিনের মতো ওষুধের উপরই চলতেন তিনি। তবে এই ওষুধের ব্যবহার তার আসক্তিজনিত নাকি অপরিহার্য কারণেই তিনি তা ব্যবহারে বাধ্য হতেন, তা নিয়ে নিশ্চিত কোনও তথ্য জানা যায়নি।

নায়েফের ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেতরে ভেতরে তার দ্বারা চ্যালেঞ্জ অনুভব করছিলেন বাদশাহ সালমান। আর এরই এক পর্যায়ে ২১ জুন প্রাসাদে যাওয়ার পর তাকে পদত্যাগ করতে বলেন বাদশাহ, আনুগত্য স্বীকার করতে বলেন তার প্রিয়তম ছেলে মোহাম্মদের কাছে।

পদচ্যুত ক্রাউন প্রিন্সের ঘনিষ্ঠ সূত্রটি বলেছে, বাদশাহ সরাসরি ভাতুষ্পুত্রের সামনে পদত্যাগের যুক্তি হাজির করেছিলেন। বলেছিলেন, ‘আমি চাই তুমি পদত্যাগ কর। এত বলার পরও আসক্তি কাটাতে তুমি কোনো চিকিৎসাই নিচ্ছ না, যা তোমার সিদ্ধান্ত গ্রহণে মারাত্মক প্রভাব ফেলছে’।”

বেনামি এক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, বাদশাহর নামে ফোন করে একটি চিঠি পড়ে শোনানো হয় সব সদস্যদের, যাতে লেখা ছিল- ক্রাউন প্রিন্সের আসক্তি চরমে উঠেছে, দুই বছর ধরে চেষ্টার পরও চিকিৎসা নেওয়ানো যায়নি তাকে। বাদশার চিঠিকে উদ্ধৃত করে বিন নায়েফের ঘনিষ্ঠজন জানান,  বাদশাহ তার কথিত আসক্তিকে ‘বিপজ্জনক অবস্থা’ উল্লেখ করে তার স্থলে মোহাম্মদ বিন সালমানকে মনোনীত করার যুক্তি হাজির করেছিলেন।

স্বাধীন কোনো সূত্র থেকে বিন নায়েফের ওষুধ আসক্তির বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। প্রাসাদের কোনো কর্মকর্তাও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস