X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গর্ভকালীন শিশুর আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ‘যিশু’কে দেখার দাবি

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ১০:৫৫আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১১:০৩
image

গর্ভের শিশুর আল্ট্রাসাউন্ড পরীক্ষার সময় 'যিশু খ্রিস্ট'কে দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন এক মার্কিন দম্পতি। ওই দম্পতির ভাষ্য অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষার সময় তারা দেখতে পান বাম দিকে পোশাক পরিহিত এক ব্যক্তি তাদের শিশুর দিকে তাকিয়ে আছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের খবর থেকে এসব কথা জানা গেছে।
গর্ভকালীন শিশুর আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ‘যিশু’কে দেখার দাবি

পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যে বাস করেন ওই দম্পতি।  ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই রিপোর্ট পেয়ে স্বামী-স্ত্রী দুজনেই বেশ আশ্বস্ত এবং প্রশান্তির মধ্যে থাকার কথা জানিয়েছেন। গর্ভবতী আলিশিয়া জিক বলেছেন, ‘তারা যখন আল্ট্রাসাউন্ডের ছবিসহ রিপোর্ট আমাদের কাছে দিলো, আমার কাছে মনে হয়েছে ওই ব্যক্তি যিশুখ্রিস্ট'।

এর আগে আরো দুবার গর্ভধারণ করলেও, গর্ভধারণ সংক্রান্ত জটিলতায় দুটো সন্তানই সুস্থ হয়নি আলিশিয়া জিকের। এক ছেলে ও এক মেয়ে দুজনের শরীরেই জন্মগত ত্রুটি রয়েছে। প্রথম সন্তান মেয়ে, যার প্রি-অ্যাক্সিয়াল পলিড্যাক্টিলি সিনড্রোম রয়েছে। এক হাতে মাত্র দুটি আঙ্গুল নিয়ে জন্ম নেয় সে। দ্বিতীয় সন্তান ছেলে, জন্ম থেকেই তার তালুতে চিড় রয়েছে।

স্বামী জাখারি স্মিথ ফক্স নিউজকে বলেন "কোনো দেবদূত বা ঈশ্বর বা যিশু যাই বলেন না কেন, দেখে মনে হচ্ছে এটা আমার প্রতি আশীর্বাদ"। "আমি যখন আল্ট্রাসাউন্ড পরীক্ষার সময় এই ছবিটি দেখলাম, চোখে পানি চলে এসেছিল। আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। প্রথমে বিশ্বাস হচ্ছিল না", বলেন স্মিথ।
এদিকে বিবিসি জানিয়েছে, বুধবার আলিশিয়া জিক একটি সুস্থ মেয়ে শিশুর জ্ন্ম দিয়েছেন, তার নাম দেয়া হয়েছে ব্রিয়েলা। মা ও শিশু দুজনেই সুস্থ আছে।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ