X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘এখনও ফিলিস্তিন-ইসরায়েল শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে চায় যুক্তরাষ্ট্র’

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৩০
image

যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে আগ্রহী বলে দাবি করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বরাবরের মতোই এখনও শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ’ বলে দাবি করেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় এখন আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয় বলে ফিলিস্তিনিদের ঘোষণার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন দাবি করা হচ্ছে।

নেতানিয়াহু, ট্রাম্প, আব্বাস
এপির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হবে। তবে বিবৃতি প্রকাশের আগেই এর বিষয়বস্তু জানিয়ে দেওয়ায় ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করেননি।

জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ১৩ ডিসেম্বর ওআইসি সম্মেলনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করার যোগ্যতা হারিয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে জেরুজালেম প্রশ্নের সুরাহার পক্ষে আন্তর্জাতিকভাবে যে সমর্থন রয়েছে তা থেকে বিচ্যুত হয়ে ঘোষণাটি দিয়েছেন ট্রাম্প। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কথাটি মানতে রাজি নয় হোয়াইট হাউস। সেখানকার এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, ‘ফিলিস্তিনিদের এ ধরনের মন্তব্য বছরের পর বছর ধরে শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করেছে’ এবং তা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, ‘তাদেরকে একত্রিত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব, যা ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য ইতিবাচক হবে।’

বুধবার ওআইসি সম্মেলনে আব্বাস বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির পর ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকাকে মেনে নেবে না। ট্রাম্পের ঘোষণাকে একটি ‘অপরাধ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ওই ঘোষণা বিশ্ব শান্তিকে হুমকির মধ্যে ফেলেছে।

আব্বাস বলেন, ফিলিস্তিনিরা শান্তির পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও পবিত্র শহরের ভবিষ্যত নিয়ে মুসলিম ও খ্রিস্টান অনুভূতিকে উস্কে দেওয়ায় ওয়াশিংটন আর ‘সৎ মধ্যস্থতাকারী’ হিসেবে গ্রহণযোগ্য থাকছে না। তিনি আরও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনি নিজেদের দাবি করায় বিভক্ত শহরটির পরিচয় রক্ষার জন্য নতুন কৌশল দরকার। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইসরায়েলের পক্ষে যাওয়ায় বিশ্বকে অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রের বৈধতা দিতে হবে।

ইস্তানবুলে বুধবারের সম্মেলনে ৫৭ দেশের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন মেনে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের সব দেশকে আহ্বান জানানো হয়।

 

/এফইউ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?