X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সিউলের সামরিক হাসপাতালে গুলিবিদ্ধ উত্তর কোরীয় সেনা

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৪১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৮

নিজ দেশের সীমান্তরক্ষীদের চালানো গুলিতে গুরুতর আহত উত্তর কোরিয়ার একজন সেনাসদস্যকে সিউলের সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার তাকে দক্ষিণ সেউলের একটি ট্রমা সেন্টার থেকে সামরিক হাসপাতালে হস্তান্তর করা হয়। সম্প্রতি তার দুটি বড় ধরনের সার্জারি সম্পন্ন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরীয় গোয়েন্দা কর্মকর্তারা সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সিউলের সামরিক হাসপাতালে গুলিবিদ্ধ উত্তর কোরীয় সেনা গত নভেম্বর মাসে ওহ চো ন্যাগ জোন (২৪) নামের উত্তর কোরিয়ার ওই সামরিক কর্মকর্তা দক্ষিণ কোরীয় সীমান্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি নিজের সহকর্মীদের গুলিতে গুরুতর আহত হন। পরে দক্ষিণ কোরিয়ার তিনজন সামরিক কর্মকর্তা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিমান বাহিনীর হাসপাতালে নিয়ে যান।

দক্ষিণ কোরীয় কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, আহত সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে।

দক্ষিণ কোরিয়ার সার্জন জন কুক-জং লি বলেন, ‘গোয়েন্দাদের উপস্থিতিতে অন্যান্য মেডিকেল ক্রুসহ তাকে হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ‘ওহ এখনও শারীরিকভাবে সুস্থ নন। তবে আগের থেকে তার অবস্থার উন্নতি হয়েছে। দুইটি বড় ধরনের সার্জারির ধকল কাটিয়ে উঠার চেষ্টা করছেন তিনি।’

/এসকেবি/এমপি/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে