X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইউরোপে ভারতের সবচেয়ে ভালো অংশীদার হতে চায় ফ্রান্স: ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৮, ১৪:২৯আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৪:৪০

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘ফ্রান্স হচ্ছে ইউরোপের প্রবেশ দ্বার। আমরা ইউরোপে ভারতের সবচেয়ে ভালো অংশীদার হতে চাই।’ শনিবার দিল্লির প্রেসিডেন্ট প্রাসাদে সংবর্ধনা গ্রহণের পর তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

ইউরোপে ভারতের সবচেয়ে ভালো অংশীদার হতে চায় ফ্রান্স: ম্যাক্রোঁ দুই গণতান্ত্রিক দেশের যৌথ নিরাপত্তা নিয়ে একটি শক্তিশালী চুক্তির ওপরও গুরুত্বারোপ করেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার রাতে ভারতে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট। প্রটোকল ভেঙে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার রাতে দিল্লিতে পৌঁছালেও শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন নরেন্দ্র মোদি’র সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তার। এ বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সন্ত্রাসবাদ, অবকাঠামো, নগরায়ন, প্রতিরক্ষা, মহাকাশ ও পারমাণবিক শক্তির মতো বিষয়গুলো তাদের আলোচনায় প্রাধান্য পাবে। শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

১১ মার্চ ভারতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সামিটে অংশ নেবেন ফরাসি প্রেসিডেন্ট। ১২ মার্চ উত্তরপ্রদেশের মির্জাপুরে যৌথভাবে সোলার প্ল্যান্টের উদ্বোধন করবেন ম্যাক্রোঁ এবং মোদি। ভালোবাসার অনবদ্য নিদর্শন আগ্রা’র তাজমহলও পরিদর্শন করবেন ফরাসি প্রেসিডেন্ট।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম জোরদার করাই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ’র এ সফরের লক্ষ্য।

ভারতের নবম বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী দেশ ফ্রান্স। দেশটির প্রেসিডেন্টের সফরসঙ্গীদের মধ্যে তার স্ত্রী ব্রিজিত মারি-ক্লদ ম্যাক্রোঁসহ দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। সূত্র: গালফ টাইমস, দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?