X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ছবি তুলে পুলিৎজার জিতলো রয়টার্স

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৮, ১১:১৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২৩:০৯

রোহিঙ্গাদের ছবি তুলে সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে স্বীকৃত পুলিৎজার পুরস্কার পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক ফটোগ্রাফি বিভাগের এই পুরস্কারটির পাশাপাশি আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগেও পুরস্কার জিতেছে বার্তা সংস্থাটি। রয়টার্স এই প্রথম একসঙ্গে দুটি পুলিৎজার পুরস্কার জিতেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে যৌন হয়রানির খবর ফাঁস করে নিউ ইয়র্ক টাইমস ও ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে প্রতিবেদন করে ওয়াশিংটন পোস্ট যৌথভাবে পুরস্কার পেয়েছে।

রোহিঙ্গাদের ছবি তুলে পুলিৎজার জিতলো রয়টার্স

বাংলাদেশ ও মিয়ানমারে রোহিঙ্গা সংকটের ফিচার ছবি প্রকাশ করায় আন্তর্জাতিক ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স। পাশাপাশি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মাদকের বিরুদ্ধে যুদ্ধে পুলিশের কিলিং স্কোয়াডের নীতি প্রকাশ করে আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগেও পুরস্কার পেয়েছে রয়টার্স।  

রয়টার্সের এডিটর ইন চিফ স্টিফেন জে অ্যাডলার বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অনেক বিষয়ে এ বছর অনেক পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। এমন সময়ে অনেক আশঙ্কা ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে নজর কাড়তে পারায় রয়টার্সের কর্মী হিসেবে আমরা গর্বিত।

রোহিঙ্গাদের ছবি তুলে পুলিৎজার জিতলো রয়টার্স

অ্যাডলার বলেন, ফিলিপাইন কভারেজে রয়টার্সের প্রতিবেদক ক্লার ব্লাউইন, অ্যান্ড্রু আর সি মার্শাল ও ম্যানুয়েল মোগাতো দেখিয়েছিন কীভাবে প্রেসিডেন্টের মাদকযুদ্ধে পুলিশ দায়মুক্তভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। আর বিচার বিভাগের হাত থেকে অব্যাহতভাবে তাদের রক্ষা করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে দেখানো হয়েছে, মাদকবিরোধী স্কোয়াডের একজন পুলিশ সদস্য কত অস্বাভাবিক সংখ্যায় মানুষ হত্যা করেছে। এই স্কোয়াডের অনেক সদস্যকেই তার নিজ শহর থেকে নেওয়া হয়েছে। সেখানে মেয়র থাকাকালেও তিনি তাদের মাধ্যমে অনেককে হত্যা করেছেন।

রোহিঙ্গাদের ছবি তুলে পুলিৎজার জিতলো রয়টার্স

রয়টার্সের ফটোগ্রাফাররা মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর চালানো সহিংসতার ছবি তুলে পুরস্কার জিতেছেন। ওই নির্যাতনের কারণে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।

অ্যাডলার বলেন, ‘বাংলাদেশের দিকে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর জনস্রোতের অসাধারণ ছবিতে শুধু সংঘাতে মানবিক ক্ষতির বিষয়টিই দেখানো হয়নি। এসব মানুষের কাছে ফুটিতে তুলতে ফটো সাংবাদিকতার প্রয়োজনীয় ভূমিকার বিষয়টিও দেখানো হয়েছে।’

রোহিঙ্গাদের ছবি তুলে পুলিৎজার জিতলো রয়টার্স

রোহিঙ্গাদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার জেরে মিয়ানমার কর্তৃপক্ষ গত ১২ ডিসেম্বর থেকে সেখানে রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোনি এবং কিয়াও সোয়িকে আটক করে রেখেছে। তারা রাখাইন রাজ্যে ১০ রোহিঙ্গা নাগরিককে হত্যার ঘটনা অনুসন্ধান করেছিলেন। তাদের বিরুদ্ধে উপনিবেশিক যুগের দাফতরিক গোপনীয়তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

/আরএ/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ