X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে ভিজিট ভিসা বাতিলের পেছনে ‘বর্ণবাদ’!

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০৯ জুলাই ২০১৮, ০৪:০০আপডেট : ০৯ জুলাই ২০১৮, ০৪:০৫

যুক্তরাজ্যে ভিজিট ভিসা বাতিলের পেছনে ‘বর্ণবাদ’!

যুক্তরাজ্যের হোম অফিস নানা তুচ্ছ ও অযৌক্তিক কারণ দেখিয়ে অল্প সময়ের জন্য যুক্তরাজ্যে আসতে ইচ্ছুক ব্যক্তিদের ভিজিট বা ভ্রমণ ভিসার আবেদন প্রত্যাখান করছে বলে অভিযোগ উঠেছে। খোদ দেশটির নেতৃস্থানীয় আইনজীবীরা এমন আচরণকে ‘বর্ণবাদী' বলে অভিযোগ করছেন।

তবে হোম অফিস অভিযোগ অস্বীকার করে এটিকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছে।

এদিকে এক অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ এক আইনজীবী বলেছেন, ‘হোম অফিসের ভয়ংকর কৌশল আবেদনকারীদের নিয়ন্ত্রণ করে এবং দৃঢ় প্রত্যয় নিয়ে তাদের মামলা ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে।’ 

গত কয়েক দিনে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা অফিসে ১০/১২টি এমন অভিযোগ এসেছে। গতকাল শনিবার (৭ জুলাই) সেসবের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশ, কিউবা, ভিয়েতনাম, ফিজি এবং থাইল্যান্ডের নাগরিকদের ভুল কারণ দেখিয়ে তাদের ভ্রমণ ভিসার আবেদন প্রত্যাখান করা হয়েছে।

এই ভিসা প্রত্যাখ্যাতদের মধ্যে কিছুসংখ্যক বাংলাদেশিও রয়েছেন।

ইমিগ্রেশন ল প্রাকটিস অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ব্যারিস্টার আদরিনা ব্যারি বলেছেন, হোম অফিসের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণ করা গেলে হোম অফিসকে যথেষ্ট ক্ষতিপূরণ দিতে বাধ্য করা যেতে পারে।

উইন্ডরাশ কেলেঙ্কারির পর থেরেসা মে’র প্রতিকূল পরিবেশ নীতির পুনর্বীক্ষণের লক্ষ্যে ইমিগ্রেশন আইনজীবী, প্রচারাভিযানকারী ও সংসদ সদস্যরা স্বল্পমেয়াদি ভিসার জন্য আবেদনকারীদের ভিসাপ্রাপ্তি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি এক মামলায় দেখা যায়, একজন বাংলাদেশি বাবা তার সদ্য জন্ম নেওয়া ব্রিটিশ শিশুকে দেখতে যুক্তরাজ্যে আসার আবেদন করেন। কিন্তু তুচ্ছ কারণ দেখিয়ে তা প্রত্যাখান করা হয়।

আরেকটি মামলায় দেখা যায়, চার নাইজেরীয় সহোদর তাদের ব্রিটিশ বোনের বিয়েতে যুক্তরাজ্যে আসতে চাইলে তা প্রত্যাখান করা হয়। আগামী আগস্টে অনুষ্ঠিতব্য এডিনবরা ফেস্টিভ্যালে অংশ নিতে ক্যামেরুন থেকে দুই তরুণী আবেদন করলেও যুক্তরাজ্যের হোম অফিস তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানায়।

হোম অফিস প্রত্যাখানপত্রে জানায়, তারা বিশ্বাস করতে পারছে না যে আবেদনকারী তার ভ্রমণ সময় শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে যাবেন।

যদিও আবেদনকারী সুস্পষ্টভাবে তার আসার কারণ, হোটেল বুকিং, নির্দিষ্ট অনুষ্ঠানের তারিখ, চাকরি থেকে ছুটির পত্র এবং নিজ দেশে প্রতিষ্ঠিত ব্যবসার প্রমাণ উপস্থাপন করেছেন।

উল্লেখিত সবাই ব্রিটিশ হোম অফিসের সব শর্ত মেনে যথোপযুক্ত প্রক্রিয়ায় ভিসা আবেদন করলেও তা প্রত্যাখাত হওয়ায় বিষয়টি ‘আইনবিরোধী’ বলে মন্তব্য করেছেন আবেদনকারীদের আইনজীবীরা।

এ ব্যাপারে লন্ডনে কর্মরত ব্যারিস্টার আবুল হাসনাত বাংলা ট্রিবিউনকে রবিবার (৮ জুন) বলেন, ‘আমরা অসংখ্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দেখছি, কোনও সুনির্দিষ্ট কারণ ছাড়াই বহু মানুষের ভিজিট ভিসা প্রত্যাখ্যাত হচ্ছে। যাদের অতীতে পাঁচ বছরের মাল্টিপল ভিসা ছিল, তারাও মেয়াদ শেষে ভিসা পাচ্ছেন না।’

 

/এইচআই/
সম্পর্কিত
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে