X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চীনকে নজরে রাখতে অন্ধ্রপ্রদেশ হবে ভারতীয় বিমানবাহিনীর কৌশলগত ঘাঁটি

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১১
image

পূর্ব উপকূলে নিজেদের উপস্থিতি জোরদার করতে অন্ধ্রপ্রদেশকে নিজেদের কৌশলগত ঘাঁটিতে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছে ভারতীয় বিমানবাহিনী। প্রকল্পের অন্যতম প্রধান অংশ হলো প্রকাশম জেলার ডোনাকোন্ডায় বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা। পাশাপাশি অনন্তপুর জেলায় ড্রোন নির্মাণ কেন্দ্র, অমরাবতীতে সাইবার নিরাপত্তা কেন্দ্র এবং রাজামুন্দ্রি ও বিজয়ওয়াড়ায় বিমানবন্দরের সম্পদ সংরক্ষণ ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। অন্ধ্রপ্রদেশ প্রশাসনের কাছে এরইমধ্যে পরিকল্পনাগুলো পেশ করা হয়েছে। আমলাতান্ত্রিক সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই খবরটি জানিয়েছে।


প্রতীকী ছবি
বর্তমানে চেন্নাইয়ের কাছে আরাক্কোনামে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি রয়েছে এবং বিশাখাপাটনামে রয়েছে নৌবাহিনীর বিমানঘাঁটি আইএনএস ডেগা। নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় এক ভারতীয় আমলা পিটিআইকে জানিয়েছেন, ‘পূর্ব উপকূলে চীনের কৌশলগত গুরুত্ব দ্রুত বেড়ে যাওয়ার কারণে ওই অঞ্চলে নিজের উপস্থিতি জোরদার করতে সচেষ্ট বিমানবাহিনী। অন্ধ্রপ্রদেশে কৌশলগত ঘাঁটি তৈরির পরিকল্পনা সেই পরিকল্পনারই অংশবিশেষ।’ বিমানবাহিনীর উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট আরেক শীর্ষস্থানীয় আমলা বলেন, ‘আমাদের দিক থেকে একটি টাস্ক টিম গঠন করা হয়েছে, যারা এই প্রকল্পে বিমানবাহিনীর সঙ্গে সংযোগ রক্ষা করার দায়িত্বে থাকবে। সঠিক অবস্থান নির্ণয় করতে প্রাথমিক জরিপের কাজ সম্পূর্ণ হয়েছে। বিমানবাহিনীকে প্রকল্পের বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’


রাজামুন্দ্রি ও বিজয়ওয়াড়া বিমানবন্দরে নিজস্ব ফাইটার ও অন্য বিমান এবং হেলিকপ্টার রাখার পরিকল্পনা করেছে বিমানবাহিনী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে প্রকল্প সম্পর্কে এর মধ্যে তিন দফা আলোচনা সেরেছেন বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্থানে বিমানবাহিনীর ঘাঁটি তৈরির ব্যাপারে গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠকে বসেন বিমানবাহিনীর সাউদার্ন কমান্ড চিফ এয়ার মার্শাল বি সুরেশ ও তার দল।
ডোনাকোন্ডায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত এয়ার স্ট্রিপের পাশ ঘেঁষে হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে বিমানবাহিনীর প্রকল্পের জন্য ২,৭০০ একর জমি বরাদ্দের প্রস্তাব রাখে অন্ধ্রপ্রদেশ সরকার। তবে বিমানবাহিনীর তরফে জানানো হয় যে, তাদের আরও কম পরিমাণ জায়গা প্রয়োজন। জানা গেছে, ১,২০০ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। রাজস্ব বিভাগের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে পিটিআই জানায়, এরমধ্যে বেসামরিক বিমান চলাচলের জন্য ৩০০ একর জায়গা বিমান কর্তৃপক্ষ ব্যবহার করবেন। আর বাকি জায়গাকে হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করবে বিমান বাহিনী।
বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির কাছাকাছি অবস্থানের কারণে অনন্তপুর জেলায় ড্রোন নির্মাণ কেন্দ্র তৈরির পরিকল্পনা করেছে ভারতীয় বিমানবাহিনী। প্রকল্পের মোট খরচসহ বিস্তারিত রিপোর্ট তৈরি হচ্ছে বলে জানা গেছে।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?