X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যাকাণ্ড আড়াল করছেন ট্রাম্প: হিলারি

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৮, ১০:০৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১০:৩৭

ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি’র সঙ্গে যা ঘটেছে তা আড়ালের চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ প্রচেষ্টার অংশ হিসেবে কাজ করছেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প কানাডার টরন্টোতে স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন হিলারি। সেখানেই খাশোগি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্পের ভূমিকার সমালোচনা করেন তিনি।

হিলারি ক্লিনটন বলেন, আমাদের এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন যিনি ওই কনস্যুলেটে কী ঘটেছিল তা আড়ালের প্রচেষ্টার সঙ্গে যুক্ত। তিনি এমন প্রচেষ্টার একটি অংশ।

সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন যার নিজের ও তার ঘনিষ্ঠদের ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ রয়েছে।

এদিকে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নাম উঠে আসার পর প্রভাবশালী বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে আগ্রহী হয়ে উঠেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য জি ২০ সম্মেলনে এরদোয়ান ও ট্রাম্পের মতো নেতাদের সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগ মিলছে না তার। খাশোগি ইস্যুতে দৃশ্যত ট্রাম্প সৌদি যুবরাজের পক্ষ নিলেও নিজ দেশে এ ইস্যুতে চাপের মুখে রয়েছেন তিনি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরদোয়ানকে ফোনে অনুরোধ করা হয়েছিল যে, আর্জেন্টিনায় তাদের সাক্ষাত সম্ভব কি না। জবাবে এরদোয়ান বলেছেন, দেখা যাক।’

মেভলুত কাভুসোগলু বলেন, এ মুহূর্তে সৌদি যুবরাজের সঙ্গে দেখা করার কোনও কারণ নেই।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, জি ২০ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতের কোনও পরিকল্পনা ট্রাম্পের নেই।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স বলেছেন, জি-২০ সম্মেলনে প্রেসিডেন্টের অনেক কর্মসূচি রয়েছে। তিনি অনেক বেশি ব্যস্ত থাকবেন। সে কারণে আমার মনে হয় বাড়তি আর কোনও কর্মসূচি হাতে নেওয়া সম্ভব হবে না। সাক্ষাৎ হোক বা না হোক, প্রেসিডেন্ট তার কর্মসূচি পরিবর্তন করতে পারবেন না।

জন বোল্টন জানিয়েছেন, জি-২০ সম্মেলনে তুরস্ক, চীন, জাপান, জার্মানি, আর্জেন্টিনা, ভারত ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন ট্রাম্প।

৩০ নভেম্বর থেকে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে শিল্পোন্নত ২০ দেশের জোট (জি টোয়েন্টি) এর দুই দিনব্যাপী ১৩তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
সর্বশেষ খবর
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা