X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের অবকাঠামোগত পুনর্গঠনে সুইফট-এর সঙ্গে চুক্তি

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৬
image

রিজার্ভ চুরির পর অবকাঠামোগত পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংককে সহায়তা করতে সম্মত হয়েছে আন্তঃব্যাংক লেনদেনের বৈশ্বিক সংগঠন সুইফট। শনিবার (২ ফেব্রুয়ারি) সুইফট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংগঠনটির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলা পরিচালনায় সুইফট সহযোগিতা করবে কিনা সে ব্যাপারে জানা যায়নি।

প্রতীকী ছবি
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (নিউ ইয়র্ক ফেড) থাকা বাংলাদেশের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটে ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়েছিল। এই অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার আটকানো গেলেও ফিলিপাইনে চলে যায় ৮ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে এখনও ৬ কোটি ৬৪ লাখ ডলার ফেরত আসেনি। এই অর্থ ফেরত পাওয়ার জন্য এ বছরের ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। এজন্য দেশটিতে দুটি ল’ ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকও জানিয়েছে, মামলা পরিচালনায় বাংলাদেশ ব্যাংককে কারিগরি সহায়তা দেবে তারা। এবার বাংলাদেশ ব্যাংকের অবকাঠামো পুনর্গঠনে সহায়তা দেওয়ার কথা জানালো সুইফট।

রয়টার্সের কাছে পাঠানো বিবৃতিতে সংগঠনটি জানায়, সহায়তা দেওয়ার প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের একটি সমঝোতা চুক্তি হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওই রিজার্ভ চুরির ঘটনার পর থেকে সুইফট, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করছে। চুরিকৃত অর্থ পুনরুদ্ধার এবং আইনের আওতায় অপরাধীদের বিচারের মুখোমুখি করতে সমন্বিতভাবে প্রচেষ্টা চলছে।        

সুইফট আরও জানিয়েছে, ভবিষ্যত সাইবার হামলা থেকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে সুরক্ষা দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন জুগিয়ে যাবে তারা। তবে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে কোনও সহযোগিতা দেওয়া হবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি সুইফট।

উল্লেখ্য, ২০১৬ সালে হ্যাকাররা চুরির অর্থ ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করে। সেখান থেকে ওই অর্থ ফিলিপাইনের মুদ্রা পেসোতে রূপান্তরের পর দুটি ক্যাসিনোতে পাঠানো হয়। রিজার্ভ চুরির এই ঘটনায় দোষী প্রমাণ হওয়ায় গত ১০ জানুয়ারি আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোকে কারাদণ্ড দেয় ফিলিপাইনের আদালত। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ অর্থ পাচারের আট দফা অভিযোগেএ দণ্ড দেওয়া হয়। রায়ে প্রতিটি অভিযোগের জন্য তাকে চার থেকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর ফলে তাকে ৩২ থেকে ৫৬ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও তাকে সর্বমোট ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?