X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছেন অ্যাসাঞ্জ: ইকুয়েডরের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৯, ১৮:০১আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৮:০৩

অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রত্যাহারের ঘোষণা দিয়ে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেওয়ার পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো। বার্তায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে কূটনৈতিক আশ্রয়ের বিধি ভঙ্গের একগাদা অভিযোগ তুলেছেন তিনি। দাবি করেছেন, অ্যাসাঞ্জ তাদের ধৈর্যের বাধ ভেঙে দিয়েছেন।

ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছেন অ্যাসাঞ্জ: ইকুয়েডরের প্রেসিডেন্ট

২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ৪ এপ্রিল (বৃহস্পতিবার) উইকিলিকসের টুইটে বলা হয়,ইকুয়েডর সরকারের উচ্চ পর্যায়ের দুইটি সূত্র থেকে তারা নিশ্চিত হয়েছে যে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে অ্যাসাঞ্জকে দূতাবাস থেকে তাড়ানো হতে পারে। সেই ধারাবাহিকতায় রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে বৃহস্পতিবার তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর।
বিবৃতিতে মোরেনো অভিযোগ করেন, অ্যাসাঞ্জের আচরণ নিয়ে ইকুয়েডরের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেছে। দূতাবাসে থেকেই অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছিলেন অ্যাসাঞ্জ।বারবার তিনি কূটনৈতিক আশ্রয়ের স্পষ্ট নিয়ম ও রীতি ভঙ্গ করেছেন। এমন কিছু কিছু ইলেক্ট্রনিক ডিভাইস তিনি ব্যবহার করেছেন যার অনুমতি ছিলো না। দূতাবাসের সিকিউরিট ক্যামেরার ফুটেজ আটকে দিয়েছেন তিনি। নিরাপত্তা কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।
মোরেনোর অভিযোগ, অনুমতি ছাড়া দূতাবাসের নিরাপত্তা নথি দেখেছেন। দূতাবাস থেকে ইন্টারনেট সংযোগের প্রস্তাব দেওয়া হলে তা গ্রহণ না করে তিনি দাবি করেছেন তাকে বিচ্ছিন্ন করা হয়েছে। তবে তার কাছে মোবাইল ফোন ছিলো যা দিয়ে তিনি ঠিকই বহির্বিশ্বে যোগাযোগ রাখতেন।
জামিন শর্ত ভঙ্গের অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে পরোয়ানা জারি ছিল ব্রিটিশ সরকারের। বৃহস্পতিবার সেই পরোয়ানা অনুযায়ীই তাকে গ্রেফতার করা হয়। তবে অ্যাসাঞ্জের আইনজীবী জেন রবিনসন বলেছেন, ‘কেবল জামিন শর্ত ভঙ্গের কারণে নয়, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের অনুরোধ রক্ষা করতে তাকে গ্রেফতার করা হয়েছে।’

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস