X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় আরও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ০৭:৫৮আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৮:০১

২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের পর শ্রীলঙ্কায় নতুন করে আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে দেশটিতে বিদ্যমান ভ্রমণ সতর্কতা আরও উন্নীত করে ‘‌উচ্চতর ভ্রমণ সতর্কতা’ জারি করা হয়েছে। এতে ‘সন্ত্রাসজনিত কারণে শ্রীলঙ্কা ভ্রমণ পুনর্বিবেচনার’ জন্য আমেরিকানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি।

শ্রীলঙ্কায় আরও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের শ্রীলঙ্কায় কর্মরত যুক্তরাষ্ট্রের সব সরকারি চাকরিজীবীদের স্কুলে যাওয়ার বয়সী সন্তানদেরও দেশটি ত্যাগের পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এছাড়া শ্রীলঙ্কায় খুবই জরুরি নয় এমন মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরও দেশে ফেরার অনুমোদন দেওয়া হয়েছে।

ভ্রমণ সতর্কতায় বলা হয়, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলো শ্রীলংঙ্কায় সম্ভাব্য হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।’

এদিকে ভয়াবহ সিরিজ বিস্ফোরণের এক সপ্তাহের মধ্যেই শুক্রবার শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে ফের তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিন নিরাপত্তাবাহিনীর অভিযানকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযানে উদ্ধার করা হয়েছে আইএসের পতাকা ও পোশাক।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন, অভিযান পরিচালনার সময় বন্দুকযুদ্ধ হয়েছে এবং জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ও পোশাক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, কালমুনাই শহরে সাইন্দা-মারুদু এলাকায় নিরাপত্তা অভিযানের সময় বন্দুকযুদ্ধ হয়। অভিযানের সময় তিনটি বিস্ফোরণ হয়েছে। পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে বড় ধরনের বন্দুকযুদ্ধের আগেই এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তাবাহিনীর এই অভিযানে সেনা সদস্যরাও অংশগ্রহণ করছে। ধারণা করা হচ্ছে, ওই বাড়িটি সুইসাইড ভেস্ট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

সাম্মানথুরাই এলাকায় অভিযানের সময় একটি বাড়ি থেকে বোমা তৈরি করা সম্ভব এমন পরিমাণের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এই শহরে অভিযানে আইএসের পোশাক ও পতাকা, ১৫০টি জেলিগনাইট স্টিক, ১০ হাজার বল বিয়ারিং, ড্রোন ক্যামেরা ও অন্তত একটি সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়েছে। সিরিজ হামলার ঘটনায় লঙ্কান পুলিশ ইতোমধ্যে ৭৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সিরিয়া ও মিসরের নাগরিকও রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?