X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞে শতভাগ সমর্থন ট্রাম্পের!

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৯, ২০:৪১আপডেট : ০৬ মে ২০১৯, ২০:৪৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৪ মে শনিবার থেকে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ জঙ্গিবিমান থেকে চালানো এসব হামলায় নারী ও শিশুসহ ২৭ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। তাণ্ডব থেকে বাদ যায়নি ১৪ মাসের এক শিশু থেকে শুরু করে গর্ভবতী মা-ও। এমন তাণ্ডবের মধ্যেই রবিবার গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞে শতভাগ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞে শতভাগ সমর্থন ট্রাম্পের!

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আবারও সন্ত্রাসী গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের ভয়াবহ রকেট হামলার মুখে পড়েছে ইসরায়েল। নিজ নাগরিকদের রক্ষায় আমরা ইসরায়েলের প্রতি শতভাগ সমর্থন জানাচ্ছি।

ট্রাম্প বলেন, গাজাবাসীরা জেনে রাখ, ইসরায়েলের বিরুদ্ধে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড তোমাদের আরও দুঃখ ছাড়া আর কিছুই দেবে না। সহিংসতা বন্ধ কর এবং শান্তির পথে কাজ কর। এটা সম্ভব!

এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতি সমর্থন জানালেন ট্রাম্প। আর যুক্তরাষ্ট্রের উসকানিতেই অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন জোরদার করেছে দখলদার বাহিনী। তবে হামাসসহ ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনগুলো পাল্টা রকেট হামলা চালিয়ে নিজেদের সাধ্যমতো জবাব দিচ্ছে।

২০১৯ সালের ৩ মে শুক্রবার গাজা উপত্যকায় মুক্তিকামী ফিলিস্তিনিদের বিক্ষোভকে কেন্দ্র করে অবরুদ্ধ অঞ্চলটিতে নতুন করে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ফিলিস্তিনের অভ্যন্তরে ২৬০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। আর ফিলিস্তিনি ভূমি থেকে ৬০০ রকেট হামলা চালানো হলেও বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ওই রকেট হামলায় তিন ইসরায়েলি মারা গেছে।

এদিকে ফিলিস্তিনি ভূমিতে হামলা জোরালো করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘গাজা উপত্যকায় সন্ত্রাসী উপাদানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রাখতে’ সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। গাজার চারদিকে থেকে ট্যাংক, কামান ও পদাতিক বাহিনী নিয়ে অগ্রসর হবে ইসরায়েল।

ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধের ধারাবাহিকতায় গাজা উপত্যকায় দশ বছরের বেশি সময় ধরে চলা অবরোধের প্রতিবাদে শুক্রবার আবারও বিক্ষোভে নামে ফিলিস্তিনিরা। ওই বিক্ষোভের মধ্য থেকে এক ফিলিস্তিনির ছোড়া গুলিতে সীমান্ত বেষ্টনীর কাছে দুই সেনা আহত হওয়ার দাবি করে ইসরায়েল। এর জবাবে বিমান হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

এ ঘটনার জেরে শনিবার সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূমি লক্ষ্য করে রকেট ছোড়া শুরু হয়। ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বহু রকেট প্রতিহত করতে পারলেও কয়েকটি ইসরায়েলের বিভিন্ন শহর ও গ্রামে আঘাত হানে। এসব রকেট হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।

রবিবার হামাসের কমান্ডার হামেদ আল খোদারিকে হত্যার দাবি করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে গাজার একটি বহুতল ভবন। ইসরায়েলের তরফ থেকে এই ভবনটিকে হামাসের গোয়েন্দা কার্যালয় আখ্যা দেওয়া হয়েছে। তবে তুরস্ক জানিয়েছে, ভবনটিতে তাদের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি-র আঞ্চলিক দফতর ছিল। গাজায় ইসরায়েলি বর্বরতাকে মানবতাবিরোধী অপরাধ আখ্যায়িত করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

গাজার দশ কিলোমিটার উত্তরে ইসরায়েলের আসকেলন শহরের বারজিলাই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৪ ঘণ্টায় তারা শতাধিক বেসামরিক মানুষকে চিকিৎসা দিয়েছেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত বসতিতে লাখ লাখ ইসরায়েলি বসবাস করে। তারপরও দখলদারিত্ব সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে ইসরায়েল। টুইটারে দেওয়া পোস্টে ইসরায়েলের বক্তব্যেরই প্রতিধ্বনি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত খবরে জানা গেছে, ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ১০ বিলিয়ন ডলারের তহবিল দেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে তার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর।

/এমপি/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?