X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের কাছ থেকে ১০০টি স্পাইস বোমা কিনছে ভারত

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৯, ১৬:০২আপডেট : ০৭ জুন ২০১৯, ১৬:০৬
image

আরও বেশি করে স্পাইস বোমা কিনতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছে ভারত। ৩০০ কোটি রুপি দিয়ে ১০০টি স্পাইস-২০০০ বোমা কিনবে দেশটি। বৃহস্পতিবার (৬ জুন) দু’দেশের মধ্যে চুক্তিটি হয়। আগামী তিন মাসের মধ্যেই বোমাগুলো নয়াদিল্লিকে সরবরাহ করবে ইসরায়েল। ভারতে নরেন্দ্র মোদির সরকার নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর এটিই প্রতিরক্ষা ক্ষেত্রে দেশটির প্রথম চুক্তি।

প্রতীকী ছবি
গত ২৬ ফেব্রুয়ারির ভোর রাতে পাকিস্তানের আকাশ সীমা পেরিয়ে বালাকোটের জঙ্গি আস্তানা লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনীর মিরাজ-২০০০ যুদ্ধ বিমান। ইসরায়েলি স্পাইস ২০০০ বোমা দিয়ে নিশানায় আঘাত হানা হয়। মাত্র দেড় মিনিটেই বালাকোটে চালানো বিমান হামলা সফল হয়েছে বলে দাবি করে ভারতের কেন্দ্র সরকার। বালাকোট অভিযানের সাফল্যকে তুলে ধরে এবার ইসরায়েলের কাছ থেকে আরও কিছু স্পাইস বোমা কিনতে যাচ্ছে ভারত। ভারতীয় বিমানবাহিনী সূত্রে সে দেশের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৩০০ কোটি রুপির চুক্তিতে ইসরায়েলের কাছ থেকে একশোরও বেশি স্পাইস-২০০০ বোমা কেনা হবে।

ভারতীয় বিমান বাহিনীর সেকেন্ড-ইন কম্যান্ড বলেন, এই স্পাইস বোমা যে কোনও উচ্চতা থেকেই নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে। ইসরায়েলের তৈরি এই বিশেষ বোমা আপদকালীন অবস্থায় দেশের সুরক্ষার কাজে আসবে বলে দাবি করেন তিনি।

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি স্পাইস বোমাগুলির কার্যকারিতা সুনির্দিষ্ট। মাটির নীচে বাঙ্কার কিংবা দুর্গের মতো করে তৈরি করা কংক্রিটের নির্মাণ ধ্বংস করতে স্পাইস বোমা খুব কার্যকরী। এ বোমা ৬০ কিলোমিটার দূরত্বের মধ্যে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেওয়া যায়। এই বোমাগুলি ব্যবহারের জন্য যে সব আনুষাঙ্গিক সরঞ্জাম প্রয়োজন হয়, সেগুলিও সরবরাহ করে প্রস্তুতকারী সংস্থা। স্পাইস বোমার সবচেয়ে বড় সুবিধা এর আকার। তুলনায় ছোট হওয়ায় বহন করা সহজসাধ্য। নিরাপদ দূরত্ব থেকে আঘাত করা যায়। এমনকি আকাশে ঘন মেঘ বা প্রচণ্ড খারাপ আবহাওয়াতেও এর কার্যকারিতা নষ্ট হয় না। ফলে যে কোনও পরিবেশে শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করতে কার্যত অপ্রতিরোধ্য এই বোমাগুলি।

ভারতীয় বিমান বাহিনী গত প্রায় চার বছর ধরে স্পাইস-২০০০ বোমা ব্যবহার করে আসছে। ফ্রান্সের কাছ থেকে কেনা মিরাজ-২০০০ যুদ্ধবিমানের সাহায্যে এই বোমাগুলি ছোড়া যায়। 

/এফইউ/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় সিকান্দার রাজা
কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় সিকান্দার রাজা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে