X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চূড়ান্ত ধাপে পৌঁছালো ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন, ছিটকে গেলেন সাজিদ জাভিদ

অদিতি খান্না, যুক্তরাজ্য
২০ জুন ২০১৯, ২৩:৪১আপডেট : ২০ জুন ২০১৯, ২৩:৫৬

ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা নির্বাচনের সর্বশেষ ধাপ থেকে বাদ পড়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের নির্বাচনে নিজের অবস্থান সুসংহত করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আইন প্রণেতাদের গোপন ভোটে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মাইকেল গোভ। আর এদুজনের মধ্য থেকে একজনকে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন কনজারভেটিভ দলের প্রায় এক লাখ ৬০ হাজার সদস্য। আর নির্বাচিত নেতাই হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী। সাজিদ জাভিদ

ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ৭ জুন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের নেতার পদ থেকে থেরেসার সরে দাড়ানোর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে রক্ষণশীল দল। গত ১৩ জুন প্রথম দফার ভোটে সর্বোচ্চ ভোট পান থেরেসা সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এই দফায় টিকে থাকা সাত প্রার্থীর মধ্যে ১৮, ১৯ ও ২০ জুন অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার ভোটাভুটি।

বৃহস্পতিবার ভোটাভুটি শেষে বরিস জনসন ১৫৭ ভোট পেয়ে পরিস্কারভাবে দ্বিতীয় দফাতেও এগিয়ে আছেন। মাইকেল গোভ ৬১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ৫৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। আর এই ভোটাভুটিতে ৩৪ ভোট পান পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাজিদ জাভিদ।

ভোটাভুটির পর এক বিবৃতিতে জাভিদ বলেন, ‘সহকর্মী ও দেশব্যাপী কনজারভেটিভ সসদ্যদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তাতে আমি আপ্লুত। আমরা জেতার জন্য লড়েছি কিন্তু শেষ পর্যন্ত সবাই মিলে যে লড়াই লড়তে পেরেছি তাতে আমি গর্বিত’। জাভিদ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের কাঝে আবারও মনোনিবেশ করবেন তিনি।

ব্রেক্সিট ইস্যুতে মতপার্থক্যের কারণে থেরেসার মন্ত্রিসভা থেকে গত বছর পদত্যাগ করেন বরিস জনসন। রক্ষণশীল দলের অর্ধেকেরও বেশি আইন প্রণেতার ভোট পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন এখনও অনেক দূর যেতে হবে।

দ্বিতীয় দফার ভোট শেষে টিকে থাকা দুই প্রার্থী বরিস জনসন ও মাইকেল গোভের মধ্য থেকে একজনকে নির্বাচিত করতে ২২ জুন থেকে ভোট দেওয়া শুরু করবেন রক্ষণশীল দলের এক লাখ ৬০ হাজারেরও বেশি সদস্য। পোস্টাল ব্যালটের মাধ্যমে দেওয়া এই ভোটের ফলাফল আগামী ২২ জুলাই ঘোষণা করা হবে  বলে আশা করা হচ্ছে।

 

/জেজে/
সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
বৃষ্টি এবং প্রেম
বৃষ্টি এবং প্রেম
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?