X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সরকার একদিন বন্দিশিবিরে থাকবে, আমরা মুক্ত হবো: অরুন্ধতী

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ১৭:১৬আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৭:১৯
image

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএন) ও জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে আবারও নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন বুকারজয়ী লেখিকা ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়। শনিবার (১০ জানুয়ারি) দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে সিএএন’র প্রতিবাদে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে আসেন তিনি। শুরু থেকে এসব আইনের বিরুদ্ধে সোচ্চার অরুন্ধতী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে তাদের সাহস জুগিয়ে বলেছেন,  একদিন মানুষ মুক্ত হবে আর সরকার থাকবে বন্দিশিবিরে।

সরকার একদিন বন্দিশিবিরে থাকবে, আমরা মুক্ত হবো: অরুন্ধতী

নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোচ্চার হওয়ায় গত ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে টিয়ারশেলও নিক্ষেপ করে পুলিশ। এখন পর্যন্ত জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের সমর্থনে বক্তব্য দিয়েছেন অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব।

শনিবার মানবাধিকারকর্মী অরুন্ধতী রায় জামিয়ার শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে বলেন, ‘যদি আমরা সবাই একত্রিত থাকি, তাহলে কোনও বন্দীশিবিরই আমাদের বন্দী করে রাখার মতো যথেষ্ট বড় হবে না। কোনও এক সময় হয়তো এমন দিন আসবে, যখন এই সরকার নিজেই বন্দিশিবিরে বন্দি থাকবে, আর আমরা থাকবো আজাদ (মুক্ত)। আমরা আন্দোলন থেকে পিছু হটবো না।’ অরুন্ধতীর এমন মন্তব্যে করতালিতে ফেটে ওঠে ক্যাম্পাস চত্বর৷

গত মাসেই নতুন এই নাগরিকত্ব আইনকে ‘বৈষম্যমূলক’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছিলেন অরুন্ধতী। সরকারকে এই আইন প্রত্যাহারের আহ্বানও জানিয়েছিলেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে মিলে অরুন্ধতী রায়ের বক্তব্য দেওয়ার ভিডিও শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান।

গত ১২ ডিসেম্বর ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে রাজ্যে রাজ্যে বিক্ষোভ চলছে। ১৯ ডিসেম্বর দিল্লির এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায় বলেছিলেন, ‘অসাংবিধানিক সিএবি ও এনআরসির বিরুদ্ধে বিক্ষোভে সবাই অংশ নিয়েছে। প্রতিবাদে দলিত, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, শিক, আদিবাসী, মার্কসবাদী, অম্বেদকারবাদী, কৃষক, শ্রমিক, গবেষক, লেখক, কবি, শিল্পী ও শিক্ষার্থী-সবাই অংশ নিয়েছে। এখন আপনারা (সরকার) আমাদের থামাতে পারবেন না।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে