X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইতালিজুড়ে মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২০, ১৩:৪৪আপডেট : ১০ মার্চ ২০২০, ১৩:৫৫

করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে জরুরি কর্মকাণ্ড বাড়িয়েছে ইতালি। এর মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং জনসমাগমে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। জরুরি ভ্রমণের ক্ষেত্রেও অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। ইতালিজুড়ে মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে বলেছেন, সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকা লোকজনের সুরক্ষার জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘হাতে আর সময় নেই।’

চীনের পর সবচেয়ে বেশি করোনা ভাইরাস উপদ্রুত দেশ ইতালি। সোমবার দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা ৩৬৬ থেকে বেড়ে ৪৬৩ জনে দাঁড়িয়েছে।

সরকারি হিসাব বলছে, রবিবার থেকে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যাও ২৪ শতাংশ বেড়েছে। দেশটির সবকটি প্রদেশেই এ ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে।

প্রধনমন্ত্রী গুইসেপ কন্টে বলেছেন, সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানুষকে ঘরে থাকতে হবে। তার ভাষায়, ‘আমাদের এখানে সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। সেই সঙ্গে মৃতের সংখ্যাও বাড়ছে।’

তিনি বলেন, ‘দেশের স্বার্থে আমাদের সবাইকে কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আর এটা এখনই করতে হবে। সংক্রমণ ঠেকাতে এবং নাগরিকদের স্বাস্থ্যের সুরক্ষা দিতে আমি আরও বেশি দৃঢ় ও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পুরো ইতালি একটি সংরক্ষিত এলাকায় পরিণত হবে।’

এর আগে লা রিপাবলিকা সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাদুর্ভাব নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার চার্চিলের সেই পুরনো কথা মনে পড়ছে। এটা আমাদের সবচেয়ে অন্ধকারতম সময়, কিন্তু আমরা এটি অতিক্রম করবো।’

নিষেধাজ্ঞাগুলো কী কী?

গুইসেপ কন্টে এক কথায় নিষেধাজ্ঞা বোঝাতে বলেছেন, ‘বাড়িতে থাকুন’ সেই সঙ্গে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তার ভাষায়, ‘রাতের জীবন আর থাকবে না। আমরা এগুলোর অনুমতি দিতে পারি না। কারণ এগুলো সংক্রমণের উপলক্ষ তৈরি করে।’

ফুটবল ম্যাচসহ সব ধরণের খেলাধুলার অনুষ্ঠান সারা দেশে বাতিল করা হয়েছে। স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

সরকার বলছে, শুধু যাদের এমন কোনও দাফতরিক কাজ রয়েছে যা বাতিল করা সম্ভব নয় কিংবা এমন কোনও পারিবারিক জরুরি অবস্থা তৈরি হয়েছে যা এড়িয়ে যাওয়া সম্ভব নয় শুধু তারাই ভ্রমণ করতে পারবে। বিমানযোগে যেসব যাত্রীরা আসা-যাওয়া করবেন তাদের সবাইকেই প্রমাণ করতে হবে যে, তারা আক্রান্ত বা অসুস্থ নন। ট্রেন স্টেশনে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হবে। বিভিন্ন বন্দরে প্রমোদ জাহাজ নোঙর করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সাধারণ মানুষ একে কীভাবে দেখছে?

সোমবার ভাইরাসের সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে কারাবন্দিদের সঙ্গে সব ধরণের সাক্ষাৎ বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ওই ঘোষণার পর জেলের ভেতরে দাঙ্গায় সাত বন্দি নিহত হয়। দেশটির উত্তরাঞ্চলীয় সান্তা'আন্না কারাগারে এই দাঙ্গার সূত্রপাত হয়।

ধারণা করা হচ্ছে যে, কারাবন্দীরা জেলের একটি হাসপাতালে হেরোইনের বিকল্প হিসেবে মেথাডোনের খোঁজে হামলা চালিয়েছিল। পরে ওই মাদকের মাত্রাতিরিক্ত সেবনের কারণে দুই জন প্রাণ হারায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, মিলানের সান ভিত্তোর কারাগারে বন্দীরা একটি সেল ব্লকে আগুন দিয়ে জানালা দিয়ে ছাদে উঠে ব্যানার নাড়াতে থাকে। দক্ষিণাঞ্চলের ফোজিয়া শহরের একটি কারাগারে বিক্ষোভের সময় কয়েক ডজন বন্দি জেল ভেঙ্গে বাইরে বেরিয়ে আসে। অনেককেই তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। তবে ৯ জন এখনও নিখোঁজ রয়েছে। নেপলস, রোম ও উত্তরাঞ্চলের কয়েকটি কারাগারে দাঙ্গা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

/এমপি/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস