X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ভাগাড় থেকে কলা কুড়াতে বাধ্য হচ্ছে দিল্লির অভিবাসী শ্রমিকেরা

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২০, ১০:২৯আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৫:৪৫

ভাগাড়ে ফেলে দেওয়া কলা কুড়িয়ে খাবার সংগ্রহের চেষ্টা চালাচ্ছে ভারতের অভিবাসী শ্রমিকেরা। বুধবার বিকেলে দিল্লির যমুনা নদীর তীরে এক ভাগাড়ে এভাবে কলা সংগ্রহ করতে দেখতে পেয়েছে সম্প্রচারমাধ্যম এনডিটিভি। ভাগাড়ে ফেলা দেওয়া কলার মধ্য থেকে তারা নুন্যতম খাওয়ার যোগ্যটি খুঁজে বের করার চেষ্টা করছে। ভাগাড় থেকে কলা কুড়াতে বাধ্য হচ্ছে দিল্লির অভিবাসী শ্রমিকেরা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে চলমান লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউনের কারণে রোজগার হারিয়েছেন হাজার হাজার অভিবাসী শ্রমিক। পরিবহন বন্ধ থাকায় ফিরতে পারেননি বাড়িতেও। ভারত সরকার এসব শ্রমিককে বিনামূল্যে খাবার ও আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বেশিরভাগই তা পাননি।গত মঙ্গলবার মেয়াদ বাড়ানোর ঘোষণার পরই বিভিন্ন রাজ্যের রাস্তায় বিক্ষোভ করেছে এসব শ্রমিকেরা।

সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যমুনা নদীর নিগামবধ ঘাটের কাছে একটি ভাগাড়ে কলা ফেলে দেওয়া হয়। ভারতের রাজধানী শহরের অন্যতম মূল ভাগাড় এটি। ধারণা করা হচ্ছে কোনও মৃত মানুষের শেষকৃত্য শেষে এগুলো ফেলে দেওয়া হয়।

সেখানে কলা কুড়াতে থাকা এক ব্যক্তি বলেন, ‘এগুলো কলা... সহজে নষ্ট হয় না। একটু ভালো করে নিতে পারলে আমরা আরও কয়েক দিন টিকে থাকতে পারবো।’ উত্তর প্রদেশের আলীগড় থেকে আসা এক অভিবাসী শ্রমিক বলেন, ‘নিয়মিত খেতে পাই না, সেকারণে এগুলো নেওয়াই ভালো।’

আগে সচরাচর চোখে না পড়লেও এখন নিয়মিতই দিল্লির রাস্তায় খোলা আকাশের নিচে অনেককেই ঘুমাতে দেখা যাচ্ছে। হঠাৎ করে আরোপিত লকডাউনে যমুনা নদীর তীরে অনেক অভিবাসী শ্রমিকই আটকা পড়েছে। অন্য অনেকের মতো এসব শ্রমিকেরাও রাতারাতি কাজ হারিয়েছেন, খাবার আর আশ্রয়ের ব্যবস্থাও নেই তাদের। গণপরিবহন বন্ধ থাকায় বাড়িও ফিরতে পারছেন না তারা।

এসব শ্রমিকদের অনেককেই রাজ্য সরকার আশ্রয় কেন্দ্রে ঠাঁই দিয়েছে। এরকম এক কেন্দ্রে আশ্রয় পেয়েছিলেন ৫৫ বছর বয়সী জগদিশ কুমার। তবে অপর দুই সঙ্গির মারামারির সময় সেই আশ্রয়টি পুড়ে যায়। তারপর থেকেই খোলা আকাশের নিচে পুলিশের চোখ এড়িয়ে ঘুমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বারেইলির এই বাসিন্দা। তিনি বলেন, ‘দুই দিন পর আজ একটি গুরুদুয়ারায় খাবার পেয়েছি।’

অভিবাসী শ্রমিকদের আশ্রয়হীন হয়ে পড়ার খবর সামনে আসার পর দিল্লির রাজ্য সরকার তাদের স্কুলে আশ্রয় দেওয়ার উদ্যোগ নেয়। দিল্লির আরবান শেল্টার বোর্ডের ভিপিন রায় বলেন, ‘আমরা স্কুলে আশ্রয় কেন্দ্র স্থাপন করে  তাদের সেখানে নিয়ে যাচ্ছি।’

গত মঙ্গলবার ২১ দিনের লকডাউন শেষ হলে কিছু ত্রাণের আশা করেছিলেন আশ্রয় পাওয়া শ্রমিকেরা। কিন্তু মেয়াদ বাড়ানোর ঘোষণায় তারা আরও মরিয়া হয়ে ওঠেন।

এনডিটিভির খবর প্রকাশের পর এক টুইট বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় জানিয়েছেন, এসব শ্রমিতের জন্য খাবার আর আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস