X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আন্দোলন কেবল শুরু হয়েছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২১, ১৪:৫৭আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৪:৫৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণে নিজের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সফলতা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউজ ছাড়ার আগে দেওয়া বিদায়ী ভাষণেও হুংকার দিতে ছাড়েননি তিনি। বলেছেন, আন্দোলন কেবল শুরু হয়েছে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, ব্যাপক ভোটার জালিয়াতির মাধ্যমে নভেম্বরের নির্বাচন তার কাছ থেকে চুরি করা হয়েছে। ভাষণে জো বাইডেনের নাম না নিয়েই নতুন প্রশাসনের প্রতি শুভ কামনা জানান ট্রাম্প। তিনি বলেন, এ সপ্তাহেই একটি নতুন প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে। তারা আমেরিকাকে নিরাপদ ও সমৃদ্ধ রাখবে এই প্রার্থনা করছি। আমার শুভ কামনা রইলো।

ট্রাম্প বলেন, বুধবার দুপুরে নতুন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছি। আপনাদের জানাতে চাই, আমরা যে আন্দোলন সূচিত করেছি তা মাত্র শুরু হয়েছে। যতক্ষণ আমেরিকান মানুষ তাদের হৃদয়ে গভীরভাবে দেশের প্রতি ভালোবাসা ধরে রাখে, ততক্ষণ এই জাতি অর্জন করতে পারে না এমন কিছুই নেই। আমাদের দেশ সমৃদ্ধ হবে। দেশের মানুষ সমৃদ্ধ হবে। আমাদের ঐতিহ্য লালিত হবে। আমাদের বিশ্বাস দৃঢ় হবে। আমাদের ভবিষ্যৎ আগের চেয়ে আরও উজ্জ্বল হবে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আমার মেয়াদে আমরা যা অর্জন করেছি তা সত্যিই গর্বের। যা করতে এসেছিলাম, তার সবই করেছি। এর বাইরেও আরও অনেক কিছু করেছি। কেউ ভাবেনি আমরা এতোটা সফল হবো। আমি এ দশকের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বিশেষ গর্বিত যার আমলে নতুন কোনও যুদ্ধ শুরু হয়নি।

এদিন ক্যাপিটল হিলে নিজের উগ্র সমর্থকদের তাণ্ডবেরও সমালোচনা করেন বিদায়ী প্রেসিডেন্ট। তিনি বলেন, ক্যাপিটলে হামলার ঘটনায় পুরো দেশ আতঙ্কিত হয়েছিল। এ রকম রাজনৈতিক সহিংসতা আমেরিকার মূল্যবোধের ওপর আঘাত। এটি কখনও সহ্য করা যায় না। মনে রাখতে হবে যে, আমেরিকানদের মধ্যে মতবিরোধ থাকবে। তবে তারা বিশ্বস্ত ও শান্তিকামী নাগরিক। নিজেদের দেশকে তারা সমৃদ্ধ দেখতে চায়।

নিজ প্রশাসনের সাফল্যের বয়ান তুলে ধরে তিনি বলেন, আমেরিকান ইতিহাসে কর ছাড় এবং সংস্কারের বৃহত্তম প্যাকেজটি আমরা পাস করেছি। কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হ্রাস করেছি। আমাদের ভঙ্গুর বাণিজ্য চুক্তিগুলো সুসংগঠিত করেছি। ভয়াবহ ট্রান্স-প্যাসিফিক অংশীদারিত্ব এবং অসম্ভব প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে এসে একতরফা দক্ষিণ কোরিয়া চুক্তি পুনর্বিবেচনা করেছি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, নাফটা চুক্তিকে ইউএসএমসিএ-এর সঙ্গে সুষ্ঠুভাবে স্থাপন করেছি। এটি মেক্সিকো ও কানাডার সঙ্গে খুব কার্যকর একটি চুক্তি। এছাড়াও এটি খুব গুরুত্বপূর্ণ যে, আমরা চীনের ওপর ঐতিহাসিক শুল্ক আরোপ করেছি। আমরা উৎপাদন বৃদ্ধি করেছি, হাজার হাজার নতুন কারখানা খুলেছি। ‘মেড ইন ইউএসএ’ ট্যাগকে আবারও প্রতিষ্ঠিত করেছি।

তিনি বলেন, কর্মজীবী পরিবারগুলির জন্য জীবনকে আরও উন্নত করতে আমরা শিশু পরিচর্যা এবং বিকাশের জন্য তহবিলে স্বাক্ষর করেছি। আমরা ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতের সঙ্গে যোগ দিয়ে এক কোটিরও বেশি আমেরিকান কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি সুরক্ষিত করেছি। যখন আমাদের দেশ ভয়াবহ মহামারীতে আক্রান্ত হয়েছিল, তখন আমরা একটি নয়, রেকর্ড ভেঙ্গে অতি দ্রুত দুটি ভ্যাকসিন তৈরি করেছি এবং অদূর ভবিষ্যতে আরও আসছে। তারা বলেছিল, এটি করা সম্ভব নয়। তবে আমরা তা করেছি। এটি এখন চিকিৎসা ক্ষেত্রে অলৌকিক ঘটনা বলা হচ্ছে। সর্বোপরি, আমরা এ ধারণাটি পুনরুদ্ধার করেছি যে আমেরিকাতে, সরকার জনগণের প্রতি সাড়া দেয়।

ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশকে চীনের সামনে দাঁড়াতে ঐক্যবদ্ধ করেছে, যা এর আগে কখনও হয়নি। তিনি বলেন, সাহসী কূটনীতি এবং নীতিগত বাস্তবতার ফলস্বরূপ আমরা মধ্যপ্রাচ্যে একাধিক ঐতিহাসিক শান্তিচুক্তি অর্জন করেছি। এটি একটি নতুন মধ্যপ্রাচ্যের উদয়। আমরা আমাদের সেনাদের ফিরিয়ে এনেছি। সূত্র: ভয়েস অব আমেরিকা, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!