X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কিশোরদের নির্জন কারাবাসে নিষেধাজ্ঞা ওবামার

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৬, ১৭:২৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৭:২৫
image

বারাক ওবামা কিশোর অপরাধীদের নির্জন কারাবাসের ওপর নিষেধাজ্ঞার মধ্য দিয়ে প্রাদেশিক কারাব্যবস্থায় সংস্কারের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেইসঙ্গে নির্বাহী ব্যবস্থায় প্রাপ্তবয়স্কদের নির্জন কারাবাসও সীমিত করেছেন তিনি।  সোমবার এ সংস্কারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা বলেন, নির্জন কারাবাসের সাজা অতিরিক্তভাবে ব্যবহার করা হচ্ছে এবং তা কিশোর অপরাধীদের মানসিক ভারসাম্য নষ্ট করছে।
এছাড়া কম মাত্রার অপরাধ সংঘটিত করেছেন এমন অপরাধীদের ক্ষেত্রে নির্জন কারাবাসের সাজাদানে নিষেধাজ্ঞাসহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে নির্বাহী ব্যবস্থা প্রয়োগ করেন ওবামা।
নতুন নিয়ম অনুযায়ী, একজন অপরাধীকে সর্বোচ্চ দুমাসের জন্য নির্জন কারাবাস দেওয়া যাবে। বর্তমান আইনে তা সর্বোচ্চ ৩৬৫ দিন বলা আছে।
ফেডারেল ব্যুরো অব প্রিজন্স-এর আওতায় কীভাবে নির্জন কারাবাস ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে তা যাচাইয়ে বিচার বিভাগকে নির্দেশ দেওয়ার ছয় মাস পর সংস্কারের ঘোষণা দিলেন ওবামা।


প্রাদেশিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৩ কিশোরকে নির্জন কারাবাসে পাঠানো হয়। অন্যদিকে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে অসহিংস অপরাধে সাজাপ্রাপ্ত প্রাপ্ত বয়স্কদের নির্জন কারাবাসে পাঠানো হয় ৩,৮০০ বার।
ওবামা বলেন, ‘ভয়াবহ প্রভাব জানার পরও আমরা কী করে অপ্রয়োজনীয়ভাবে বন্দিদের নির্জন কারাবাসে পাঠাতে পারি? কিংবা পরবর্তীতে পরিপূর্ণ মানুষ হিসেবে তারা সমাজে ফিরে আসবে বলে আশা করতে পারি? এ ব্যবস্থা আমাদেরকে নিরাপদ করে না। এটি আমাদের স্বাভাবিক মানবতাবিরোধী।’

প্রাদেশিক ক্ষেত্রে আনা এ কারা সংস্কার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের জন্য মডেল হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গুরুতরভাবে মানসিক ভারসাম্য হারানো বন্দিদের নির্জন কারাবাস থেকে ছেড়ে দেওয়া হবে বলে ঘোষণা দেয় ইলিনয় ও ওরিগন কর্তৃপক্ষ। আর গত মাসে নির্জন কারাবাসে রাখা বন্দিদের সংখ্যা এবং নির্জন কারাবাসের মেয়াদ কমিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করে নিউ ইয়র্ক। সূত্র: ওয়াশিংটন পোস্ট

/এফইউ/

সম্পর্কিত
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বশেষ খবর
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ