X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পোল্যান্ড সীমান্ত থেকে ৫০ মাইল দূরে রুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২, ১৭:০৫আপডেট : ২৮ জুন ২০২২, ১৭:০৫

পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৫০ মাইল দূরে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র রুশ ছিটমহল কালিনিনগ্রাদে মোতায়েন করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বিষয়টি নিশ্চিত করেছেন একজন সিনিয়র রুশ আইনপ্রণেতা।

রিয়া নভোস্তি রুশ আইনপ্রণেতাকে উদ্ধৃত করে জানিয়েছে, বাল্টিক সাগরের ছিটমহলে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এই ছিটমহলটির রাজধানী শহরের নামও কালিনিনগ্রাদ। যা পোল্যান্ড থেকে মাত্র ৫০ মাইল দূরে।

রুশ বার্তা সংস্থাকে এই তথ্য জানান অবসরপ্রাপ্ত কর্নেল জেনারেল ভ্লাদিমির শামানভ। তিনি রুশ পার্লামেন্ট ডুমার প্রতিরক্ষা কমিটির প্রধান। অবশ্য কতটি ক্ষেপণাস্ত্র কালিনিনগ্রাদে মোতায়েন করা হয়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি।

কালিনিনগ্রাদে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন থাকা অবস্থায় ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বাড়ছে। এই মাসের শুরুতে ন্যাটো সদস্য লিথুয়ানিয়া ইউরোপীয় ইউনিয়নের কাছে রুশ কয়লা, লোহা, তেল ও স্টিলের পণ্যের ট্রানজিটে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। এই ঘটনায় রাশিয়া পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে।

মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের তথ্য অনুসারে, ইস্কান্দার ক্ষেপণাস্ত্রকে ন্যাটোর কাছে এসএস-২৬ স্টোন নামে পরিচিত। এটি একটি ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যাতে রয়েছে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র। এটি ৩০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম। এটি পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে।

ব্রুকিংস ইন্সটিটিউশনের সেন্টার ফর ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপের অনাবাসিক সিনিয়র গবেষক ড্যানিয়েল হ্যামিল্টন বলেছেন, কালিনিনগ্রাদে মোতায়েনকৃত ইস্কান্দার ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড যুক্ত করা আছে কখনও নির্দিষ্টভাবে স্বীকার করেনি রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো বলছে, কালিনিনগ্রাদে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া।

সূত্র: নিউজউইক

/এএ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা