X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নারীদের রাগ কি বাড়ছে?

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ১৯:০৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১০:৪৩

গ্যালাপ পরিচালিত একটি বার্ষিক জরিপে ইঙ্গিত পাওয়া গেছে বিশ্বজুড়ে গত দশ বছর ধরে নারীরা আরও রাগান্বিত হচ্ছেন। গ্যালাপ ওয়ার্ল্ড পোল-এর দশ বছরের তথ্য বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে একথা তুলে ধরেছে।

গ্যালাপ প্রতি বছর ১৫০টিরও বেশি দেশের ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি জিজ্ঞেস করা হয় আগের দিন তারা কোন ধরনের আবেগ বেশি অনুভব করেছেন। নির্দিষ্টভাবে নেতিবাচক অনুভুতি- রাগ, দুঃখ, হতাশা ও উদ্বেগ- পুরুষের চেয়ে নারীরা ঘন ঘন প্রকাশ করেছেন।

বিবিসি’র পর্যালোচনায় উঠে এসেছে, ২০১২ সাল থেকে পুরুষের চেয়ে নারীরা বেশি সংখ্যায় দুঃখের ও উদ্বেগের অনুভুতির কথা জানিয়েছেন। যদিও নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই প্রবণতা ক্রমশ বৃদ্ধির দিকে রয়েছে।

রাগ ও মানসিক চাপের ক্ষেত্রে পুরুষের সঙ্গে নারীর ব্যবধান বাড়ছে। ২০১২ সালে নারী ও পুরুষের রাগ ও মানসিক চাপের কথা জানিয়েছিলেন প্রায় সমান সংখ্যা। কিন্তু ৯ বছর পর দেখা যাচ্ছে নারীরা বেশি রাগান্বিত, ব্যবধান ছয় শতাংশ পয়েন্ট। মানসিক চাপও তাদের বেশি। করোনাভাইরাস মহামারির সময় এক্ষেত্রে একটি নির্দিষ্ট ভিন্নতা ছিল।

ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজের ২০২০ সালে ৫ হাজার অভিভাবকের ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, ইংল্যান্ডে লকডাউনের সময় পুরুষের তুলনায় মায়েরা বেশি পারিবারিক দায়িত্ব পালন করেছেন। এর ফলে তাদেরকে কর্মঘণ্টা কমিয়ে আনতে হয়েছে। পরিবারের বেশি উপার্জনকারী থাকলেও খুব একটা ব্যতিক্রম ঘটেনি।

কয়েকটি দেশে আগের দিন রাগান্বিত অনুভব করার ক্ষেত্রে নারী ও পুরুষের ব্যবধান বিশ্বের গড় পার্থক্যের চেয়ে বেশি। ২০২১ সালে কম্বোডিয়াতে এই ব্যবধান ছিল ১৭ শতাংশ পয়েন্ট, ভারত ও পাকিস্তানে ছিল ১২।

নারীদের রাগ কি বাড়ছে?

মনোরোগ বিশেষজ্ঞ ডা. লক্ষী বিজয়কুমার মনে করেন, এসব দেশের নারীদের শিক্ষিত হওয়া, চাকরিতে যোগদান ও অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া বেড়েছে। এতে যে চাপ তৈরি হয়েছে সেটির ফলাফল হলো এই ব্যবধান।

তিনি বলেন, একই সময়ে তারা প্রাচীন, পিতৃতান্ত্রিক ব্যবস্থা ও সংস্কৃতিতে আবদ্ধ। বাড়িতে পুরুষতান্ত্রিক ব্যবস্থা ও বাইরে মুক্ত নারীর মধ্যে অসঙ্গতি অনেক ক্ষোভের জন্ম দেয়।

নারীদের কাজে মহামারির প্রভাব হয়ত কিছুটা ভূমিকা রেখেছে। জাতিসংঘের নারী সংস্থার ডাটা সায়েন্টিস্ট জিনেট আজকোনার মতে, ২০২০ সালের আগে কর্মশক্তিতে নারীদের অংশগ্রহণে মন্থর অগ্রগতি ছিল। কিন্তু ২০২০ সালে তা থমকে যায়। এই বছর ১৬৯টি দেশে কর্মক্ষেত্রে নারীর সংখ্যা ২০১৯ সালের চেয়ে কম হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক নারীবাদী লেখক সোরায়া চেমালি ২০১৯ সালে রাগ নিয়ে ‘রেজ বিকামস হার’ নামে বই লিখেছেন। তিনি মনে করেন, মহামারি সংশ্লিষ্ট মানসিক চাপ নারীপ্রধান কেয়ার খাতে দেখা দিচ্ছে। এটি ছদ্মবেশে মাতৃত্বের কাজ এবং মজুরি কম। এই খাতে নিয়োজিতরা খুব বেশি নিপীড়িত ও দমিত। তারা বিরামহীন কাজ করে যাবে বলে প্রত্যাশা করা হয়। এর কোনও বৈধ সীমা নেই। নারী-পুরুষের বিয়ের ক্ষেত্রেও এমন পরিস্থিতি প্রায়ই দেখা যায়।

নারীদের রাগ কি বাড়ছে?

যুক্তরাষ্ট্রে মহামারিতে নারীদের কাজের বোঝা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। কিন্তু গ্যালাপের জরিপে দেশটির নারীরা পুরুষের চেয়ে বেশি রাগান্বিত অনুভব করার ইঙ্গিত পাওয়া যায়নি।

এই বিষয়ে সোরায়া চেমালি বলেন, যুক্তরাষ্ট্রের নারীরা রাগ নিয়ে গভীর লজ্জাবোধ করে। বেশিরভাগ রাগকে দুঃখ বা মানসিক চাপ হিসেবে প্রকাশ করে থাকেন।

জরিপেও মার্কিন নারীরা পুরুষের তুলনায় উচ্চ মাত্রায় দুঃখ ও মানসিক চাপের কথা জানিয়েছেন।

অপর দেশগুলোর ক্ষেত্রেও এটি সত্য। ব্রাজিল, উরুগুয়ে, পেরু, সাইপ্রাস ও গ্রিসে পুরুষের তুলনায় নারীরা বেশি মানসিক চাপের কথা জানিয়েছেন। ব্রাজিলে প্রতি দশ জনের মধ্যে ছয় জন নারী জানিয়েছেন আগের দিন তারা মানসিক চাপ অনুভব করেছেন। তুলনায় পুরুষের সংখ্যা ছিল দশে চারজন।

জাতিসংঘের নারীবিষয়ক সংস্থার জিনেত আজকোনা বলেন, ক্রোধ ও রাগ প্রয়োজন। অনেক সময় মানুষ বিদ্যমান পরিস্থিতি পাল্টাতে এগুলো প্রয়োজন পড়ে যাতে করে মনোযোগ দেয় ও শোনে।

/এএ/
সম্পর্কিত
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বশেষ খবর
বার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
এল ক্লাসিকোবার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর