X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৭ লাখ বাংলাদেশি টাকাসহ কলকাতায় আটক নারী

রক্তিম দাশ, কলকাতা
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৯

৭ লাখ বাংলাদেশি টাকা’সহ এক নারীকে আটক করেছে বিএসএফ ৷ তার সঙ্গে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ ধৃত নারী ভারতের ঝাড়খণ্ডের হাজারিবাগ এলাকার বাসিন্দা ৷

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত এলাকা থেকে ওই নারীকে আটক করেছে বিএসএফ ৷ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ ধৃত নারী অবৈধভাবে ভারতীয় রুপির ৬ লাখ টাকা বাংলাদেশি মুদ্রায় পরিবর্তন করে দেন বলে অভিযোগ৷ বাজেয়াপ্ত বাংলাদেশি টাকা এবং ধৃতদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ঘোজাডাঙা শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

বিএসএফ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩ হাজার ১৫০ টাকার বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে ৷ সেই সঙ্গে ওই নারীকে আটক এবং পরবর্তীতে এক ব্যক্তিকেও পাকড়াও করে বিএসএফ ৷ জানা গেছে, আটক নারী ওই বাংলাদেশি মুদ্রা অবৈধভাবে আইসিপি ঘোজাডাঙা হয়ে বাংলাদেশে নিয়ে যাচ্ছিলেন ৷

আইসিপি ঘোজাডাঙার ১৫৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বিশেষ অভিযানের সময় ওই নারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ৷ সে একটি বড় ব্যাগ নিয়ে ইটিন্ডা থেকে আইসিপি ঘোজাডাঙার দিকে যাওয়ার চেষ্টা করছিল ৷ কিন্তু জওয়ানরা তাকে কোনও সুযোগ না দিয়ে আটকে দেয় ৷ ধৃতের নাম শিল্পা দেবী (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিল্পা জানান, তিনি ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ৷ ২০০৭ সালে বাবা-মা তাকে ভারতে রেখে বাংলাদেশে ফিরে যান ৷ এরপর তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা মনোজ শাহকে বিয়ে করেন ৷ এদিন তার অসুস্থ বাবার চিকিৎসার জন্য ৬ লাখ ভারতীয় মুদ্রা নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য আইসিপি ঘোজাডাঙায় এসেছিল৷ সেখানে পৌঁছানোর পর শহিদ গাজী নামে এক মানি এক্সচেঞ্জারের কাছ থেকে ভারতীয় মুদ্রা অবৈধভাবে বাংলাদেশি মুদ্রায় বিনিময় করেন ৷

ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার চেষ্টাকালে বিএসএফ তাকে ধরে ফেলে ৷ জিজ্ঞাসাবাদের পর বিএসএফ উত্তর ২৪ পরগনা জেলার পানিতারের বাসিন্দা মানি এক্সচেঞ্জার শহিদ গাজীকেও আটক করে ৷

/আরআইজে/
সম্পর্কিত
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা