X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

তুরস্কে বিরোধীদলীয় আরও ৩ মেয়র গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ১৯:৪০আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৯:৪০

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিক পিপলস পার্টির (সিএইচপি) আরও তিন মেয়রকে শনিবার (৫ জুলাই) গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইস্তানবুলের প্রধান কৌঁসুলির দফতর এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রধান কৌঁসুলির দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে দক্ষিণাঞ্চলীয় দুই শহর আদানা ও আদিয়ামানের মেয়রকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে আরও আটজনকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ।

প্রভাবশালী টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, আনতালিয়া শহরের মেয়র এবং ইস্তানবুলের বুইউকচেকমেজে জেলার ডেপুটি মেয়রকেও আইনের আওতায় নেওয়া হয়েছে। গত বছরের অক্টোবর শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ১১ জন মেয়রসহ শত শত সিএইচপি নেতাকর্মী সরকারের রোষের শিকার হয়েছেন।

ইস্তানবুল থেকে শুরু হওয়া এক মাসের বেশি সময় ধরে চলমান বিচারিক দমন প্রক্রিয়ার সর্বশেষ শিকার হলেন ওই তিন মেয়র।

সব অভিযোগ অস্বীকার করে চলমান তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করে আসছে সিএইচপি। যদিও ক্ষমতাসীনরা অভিযোগ অস্বীকার করে বলছে, তদন্ত আইন অনুযায়ীই চলছে।

চলতি বছরের মার্চে ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে মামলা শুরুর আগেই গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন। তার গ্রেফতারের পর তুরস্কজুড়ে গত এক দশকের সবচেয়ে বড় প্রতিবাদ ছড়িয়ে পড়ে এবং তুর্কি অর্থনীতিতেও বড় ধাক্কা লাগে।

উল্লেখ্য, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হচ্ছেন এই ইমামোগলু।

/এসকে/
সম্পর্কিত
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারির সাক্ষাৎ
বন্যার কবলে কলকাতা ও পশ্চিমবঙ্গ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সর্বশেষ খবর
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারির সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারির সাক্ষাৎ
চট্টগ্রামে আরও ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত
চট্টগ্রামে আরও ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
ইতিহাস গড়লেন স্কারলেট
ইতিহাস গড়লেন স্কারলেট
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
আদালতে আত্মসমর্পণ করেছেন আ.লীগের ১১ নেতা
আদালতে আত্মসমর্পণ করেছেন আ.লীগের ১১ নেতা