X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

'হিট ডোম'-এ মরতে পারে কোটি কোটি সামুদ্রিক প্রাণী

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৫৬

‘হিট ডোম’-এর প্রভাবে কানাডার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রায় একশ কোটিরও বেশি সামুদ্রিক প্রাণীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে তাপদাহে শত শত কোটি প্রাণী হুমকিতে রয়েছে জানিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

কানাডায় রেকর্ড ভাঙা তাপমাত্রায় মানুষের পাশপাশি প্রকৃতি ও সামুদ্রিক প্রাণীদেরও ভুগতে হচ্ছে। তীব্র তাপদাহে গত কয়েকদিনে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে আট শতাধিক মানুষ মারা গেছেন। সামনে তাপমাত্রা বাড়ারও পূর্বাভাস রয়েছে। সাধারণত হিট ডোমের কারণেই এমন পরিস্থিতি। বায়ুমণ্ডলে সাগরের উষ্ণ বায়ু আটকে পড়লে যে উচ্চ চাপ তৈরি হয় তাকে হিট ডোম বলা হয়।

তাপদাহের কারণে সামুদ্রিক প্রাণীর ওপর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা তুলে ধরে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞানী ক্রিস্টোফার হ্যারলে বলেন, অস্বাভাবিক উত্তাপের কারণে শত শত কোটি প্রাণীর মৃত্যু হতে পারে।

কানাডা এবং যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলে সম্প্রতি তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বিশেষ করে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়।  

ভ্যানকুভার শহরের সৈকতের কথা তুলে ধরে হ্যারলে বলেন, ' আপনি যখন সৈকতের তীরে ঝিনুকের খোলস পড়ে থাকতে দেখবেন, তখন এগুলোর ওপর দিয়ে না হেটে পারবেন না। চারদিকে শুধু মৃত প্রাণীর শ্বাস পড়ে থাকতে দেখছেন’।

হ্যারলে  জানান, ‘সাগরের পানি অস্বাভাবিক গরম হওয়ায় শামুকগুলো সিদ্ধ দেখাচ্ছিল। তারা মাছও একই অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। চারপাশে এক ধরনের পঁচা গন্ধ ছড়াচ্ছিল। আমার জন্য খুবই খারাপ অভিজ্ঞতা। কিছু তথ্য সংগ্রহের জন্য আমার এক শিক্ষার্থীর সঙ্গে বের হই। বাইরে এতটাই গরম ফিরে এসে ঠাণ্ডা ফল খেতে হয়। এমন তাপমাত্রায় টিকে থাকাটাই কষ্ট’।

আবহাওয়ার এমন আচরণে সামুদ্রিক প্রাণীদের বেঁচে থাকাটাই যুদ্ধ। পানিতে তাপমাত্রা বৃদ্ধিতে বহু জলজ প্রাণী অস্তিত্ব সংকটে পড়বে। কিন্তু এসব প্রাণীদের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ছাড়া কোন বিকল্প নেই। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার পেছনে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করা হচ্ছে।

বিশেষজ্ঞ হ্যারলে বলছেন, ‘আগামী বছরগুলোতে সামুদ্রিক প্রাণীদের পরিস্থিতি কেমন হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। উচ্চ তাপমাত্রার সঙ্গে সব সামুদ্রিক প্রাণী মানিয়ে নিতে পারবে বলে মনে হয় না’।

/এলকে/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কুসিক নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন সাক্কু
কুসিক নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন সাক্কু
স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা দিতেন জনি ডেপ
স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা দিতেন জনি ডেপ
১০ পদে চাকরি দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
১০ পদে চাকরি দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
পাম তেল রফতানিতে নিষেধাজ্ঞা, ইন্দোনেশিয়ায় কৃষকদের বিক্ষোভ
পাম তেল রফতানিতে নিষেধাজ্ঞা, ইন্দোনেশিয়ায় কৃষকদের বিক্ষোভ
এ বিভাগের সর্বাধিক পঠিত