X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলে গুহার ছাদ ভেঙে মৃত ৯

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ১৩:৪৭আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩:৪৭

সাও পাওলো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত আলতিনোপলিস। সেখানেই আছে ডুয়াস বোকাস গুহা। গুহা এবং ঝরনার জন্য বহু পর্যটক ওই অঞ্চলে বেড়াতে যান। সম্প্রতি একদল দমকল কর্মীও সেখানে গিয়েছিলেন অনুশীলনের জন্য। রেসকিউ অপারেশনের ট্রেনিং চলছিল তাদের।

স্থানীয় মানুষের দাবি, ওই গুহার ভিতরেই ছিলেন দমকল কর্মীরা। শনিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। আর তাতেই গুহার ছাদের একটি অংশ ভেঙে পড়ে। আটকে পড়েন দমকল কর্মীরা। বৃষ্টির কারণে দ্রুত তাদের উদ্ধার করা যাচ্ছিল না। রবিবার উদ্ধার অভিযানের সময় দেখা যায়, ৯ জনের মৃত্যু হয়েছে।

মোট ২৭ জন দমকলকর্মী সেখানে ট্রেনিংয়ে গিয়েছিলেন। পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখনও চারজনের দেহ গুহা থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রশাসনের বক্তব্য, তাদেরকে না জানিয়েই দমকল কর্মীরা ওই গুহায় ট্রেনিংয়ের জন্য গিয়েছিলেন। ঘটনার পর তাদের কাছে খবর পৌঁছায়। দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে টানা অভিযান চালানো সম্ভব হয়নি। হেলিকপ্টার আনা হলেও তা বেশিক্ষণ কাজ করতে পারেনি। আবহাওয়ার কারণে তা ফিরে যায়। ফলে সমস্ত অভিযান পায়ে হেঁটেই চালাতে হয়। স্থানীয় প্রশাসন মোট ২০টি গাড়ি পাঠিয়েছে দুর্ঘটনাস্থলে। ওই গাড়িতে করেই আহত ও নিহতেদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ব্রাজিলের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছেন, যেভাবে ওখানে দমকল কর্মীরা ট্রেনিং করতে গিয়েছিলেন, সেটি পেশাদার আচরণ নয়। ওই ধরনের গুহায় থাকার মতো ট্রেনিং তাদের ছিল না। যে সময়ে যে আবহাওয়ায় তারা সেখানে গিয়েছিলেন, তাও ঠিক নয়।

স্থানীয়রা বলছেন, ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নিরাপত্তারক্ষী
বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে গিয়েই সংঘবদ্ধ ধর্ষণের শিকার ব্রাজিলিয়ান তরুণী
প্রথমবারের মতো ঢাকায় ‘লাতিন আমেরিকান কার্নিভাল’
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!