X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পাচারের শিকার হয়েছিলেন ঠান্ডায় মারা যাওয়া ভারতীয় পরিবার

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ১০:৪০আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১০:৪০

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে তীব্র ঠান্ডায় মারা যাওয়া চার ভারতীয় নাগরিকের সঙ্গে পাচারকারী চক্রের সংশ্লিষ্টতা ছিল বলে ধারণা করছে কানাডার কর্তৃপক্ষ। গত ১৯ জানুয়ারি সীমান্তের উত্তর দিকে মানিটোবা এলাকার একটি মাঠে একই পরিবারের এসব সদস্যদের মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের পরিচয় ঘোষণা করে কানাডার ভারতীয় হাই কমিশন। পরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশও (আরসিএমপি) তাদের পরিচয় নিশ্চিত করেছে।

তীব্র ঠান্ডায় মারা যাওয়া চার ভারতীয় হলেন জগদীশ পাটেল (৩৯), তার স্ত্রী বৈশালিবেন পাটেল (৩৭), এবং তাদের সন্তান বিহঙ্গী (১১) ও ধার্মিক (৩)। পরিবারটি যখন পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তখন তাপমাত্রা নেমে যায় মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াসে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কানাডার পুলিশ আরসিএমপি সুপারিটেন্ডেন্ট রব হিল জানান, গত ১২ জানুয়ারি কানাডার টরেন্টো পৌঁছায় পাটেল পরিবার। সেখান থেকে তারা মানিটোবা রওনা দেয়। ১৮ জানুয়ারির দিকে পরিবারটি এমারসনে ছিল। পরের রাতে তাদের মরদেহ পাওয়া যায়।

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের শহর এমারসনের কাছে কোনও যানবাহন পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে পাটেল পরিবার পায়ে হেঁটে রওনা দেওয়ার আগে কেউ তাদের নামিয়ে দিয়ে যায়।

রব হিল বলেন, ‘অপরিচিত কারও কানাডা জুড়ে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে এটা বেশ লম্বা সময়।’ এ থেকে ধারণা করা যায় কেউ হয়তো পরিবারের ভ্রমণটি আয়োজন করে দিয়েছে।

পাটেল পরিবারের মৃত্যুতে হতবাক হয়ে পড়েছে মানিটোবার ভারতীয় জনগোষ্ঠী। মানিটোবার ভারত অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রমনদীপ গ্রেয়াল বলেন, ‘দোষী মনে হওয়ার সাধারণ জ্ঞান রয়েছে, মনে হচ্ছে কিছু ভুল হয়ে গেছে।’

কানাডার তীব্র ঠান্ডায় অন্ধকারে পায়ে হেঁটে পাটেল পরিবার কেন রওনা হয়েছিল তা নিয়ে প্রশ্ন থেকে গেছে। রমনদীপ গ্রেয়াল জানান, তিনি শুনেছেন পরিবারটি ১১ ঘণ্টা হেঁটেছে। তিনি বলেন, ‘ঘণ্টার কথা বাদ দিন ওই রকম ঠান্ডায় এক মিনিটও বাইরে থাকা যায় না।’

/জেজে/
সম্পর্কিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
নেতানিয়াহুর সঙ্গে সোমবার ফোনালাপ করবেন বাইডেন
রাশিয়াকে ৭ হাজার কনটেইনার গোলাবারুদ সরবরাহ করেছে উ. কোরিয়া: সিউল
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই