X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সাবেক আইনজীবীকে ১৫ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩, ১৪:০০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৪:০০

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি জিউলিয়ানিকে প্রায় ১৫ কোটি ডলার জরিমানা করেছেন দেশটির একটি আদালত। দুই নির্বাচন কর্মীকে মানহানি করার দায়ে শুক্রবার (১৫ ডিসেম্বর) আদালতটি এই আদেশ দিয়েছেন। ফরাসি বার্তাসংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি জুরি ট্রাম্পের সাবেক এই আইনজীবিকে শুক্রবার জর্জিয়ার দুই ভোট কর্মীর বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতিতে জড়িত থাকার মিথ্যা অপবাদ দিয়ে মানহানি করার দায়ে ১৪ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

দুই নির্বাচন কর্মী রুবি ফ্রিম্যান এবং তার মেয়ে ওয়ান্ড্রিয়া শায়ে মসের প্রত্যেককে এক কোটি ৬০ লাখ ডলারের বেশি করে মানহানির জন্য ও মানসিক যন্ত্রণার জন্য দুই কোটি ডলার, এবং শাস্তিমূলক ক্ষয়ক্ষতির জন্য তাদের আরও সাড়ে সাত কোটি ডলার পুরস্কার দিয়েছে আটজনের এক ফেডারেল জুরি।

নির্বাচনের ফলাফলকে পাল্টে দেওয়ার জন্য ট্রাম্পের আইনি প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন জিউলিয়ানি। তিনি এই মা ও মেয়ে জুটির একটি ভিডিও পোস্ট করে তাদের বিরুদ্ধে ব্যালট-গণনার সময় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগ আনেন এবং তাদের সম্পর্কে আরও অনেক ভিত্তিহীন দাবিও করেন।

ক্ষতিপূরণ প্রদানের পর ওয়াশিংটনের ডাউনটাউন কোর্টহাউজের বাইরে সাংবাদিকদের মস বলেন, ‘গত কয়েক বছর যন্ত্রণাময় ছিল।’

তিনি আরও বলেন, ‘ওই মিথ্যা দাবির মাধ্যমে জিউলিয়ানির যে আগুন জ্বালিয়েছিলেন এবং সে শিখাকে প্রজ্জ্বলিত রাখতে আরও অনেকের কাছে ছড়িয়েছিলেন তা আমাদের জীবনের প্রতিটি দিক, আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের কাজ, আমাদের সুরক্ষা, আমাদের মানসিক স্বাস্থ্য-সবকিছুকে প্রভাবিত করেছে।’

এদিকে, বিশাল অংকের এই ক্ষতিপূরণ পুরস্কারকে ‘অযৌক্তিক’ বলে নিন্দা করেছেন জিউলিয়ানি। সাংবাদিকদের তিনি বলেছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

তিনি আরও বলেন, ‘আমি যথেষ্ট আত্মবিশ্বাসী মামলাটি একটি ন্যায্য ট্রাইব্যুনালের সামনে গেলে এ রায় দ্রুত পাল্টে যাবে।’

/এএকে/
সম্পর্কিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
গাজাগামী জর্ডানের ত্রাণবহরে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‌‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‌‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা