X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে কাজ করার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে চীন। গতকাল শুক্রবার জি-২০ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন বৈঠক করেন। আর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে জানানো হয়েছে এ কথা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এটাই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।
ট্রাম্প ‘এক চীন’ নীতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুললে বেইজিং ক্ষুব্ধ হয়। তবে গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট আপসমূলক কথাবার্তা বলেন।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘টিলারসনকে ওয়াং বলেন- এ ব্যাপারে ঐকমত্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলোতে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে।’
ওয়াং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্থিতিশীলতা ও বৈশ্বিক সমৃদ্ধি জোরদারের বিষয়টি নিজেদের কাঁধে নিয়েছে এবং দুই দেশের মধ্যে বিরোধের চেয়ে অভিন্ন অনেক স্বার্থ রয়েছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল তা বাস্তবায়ন এবং দুই দেশের সম্পর্কে কোনও দ্বন্দ্ব বা বিরোধ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমান সহযোগিতার পর্যায়ে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।’
ওয়াং আরও যোগ করেন, ‘ট্রাম্পের আমলে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপক উন্নয়ন নিশ্চিত করা এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো উচিত।

‘এক চীন’ নীতির প্রতি সমর্থনের অর্থ হলো তাইওয়ানকে চীনের ভূখন্ডের বিচ্ছিন্ন কোনও অংশ নয় বলে স্বীকার করে নেওয়া। সূত্র- বাসস

/এফএইচএম/

সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
ভাঙা হাটের দিন
ভাঙা হাটের দিন
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে