X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার কাছে রাসায়নিক অস্ত্র রয়েছে: জাপান

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১৭:০৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৭:০৬

৬ষ্ঠ পারমাণবিক বোমা পরীক্ষার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার কাছে রাসায়নিক অস্ত্র বিষাক্ত সারিন গ্যাস রয়েছে বলে দাবি করেছে। জাপানের দাবি অনুসারে,  সারিন গ্যাস ভরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতাও রয়েছে উত্তর কোরিয়ার।  

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৃহস্পতিবার দাবি করেন, উত্তর কোরিয়া যে কোনও দিন জাপানের ওপর সারিন গ্যাস হামলা চালাতে পারে।

আবে বলেন, ‘আমরা সিরিয়া নিয়ে কথা বলছি। অথচ, উত্তর কোরিয়ারও ক্ষমতা আছে, সারিন গ্যাস হামলা চালানোর।’

জাপানের প্রধানমন্ত্রীর এ দাবি কোনও প্রমাণের ভিত্তিতে করেছেন তা স্পষ্ট করেননি। এরপরও জাপানের এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের অভিযোগ, ১৯৮০ সাল থেকে রাসায়নিক অস্ত্রভাণ্ডার মজুদ করছে পিয়ংইয়ং। সিউলের দাবি, বর্তমানে পিয়ংইয়ংয়ের কাছে ২৫০০ থেকে ৫০০০ টন রাসায়নিক অস্ত্র রয়েছে। ২০১২ সালের একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, বহু দিন ধরে রাসায়নিক কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া। তাদের ভাণ্ডারে প্রাণঘাতী নার্ভ গ্যাস রয়েছে।

উল্লেখ্য, সিরিয়ায় বিষাক্ত সারিন গ্যাস হামলার পর পরই উত্তর কোরিয়ার একটি উপদ্বীপের দিকে নৌবহর পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। যার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকেও পাল্টা হুমকি দিতে ছাড়েননি উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উন।

এদিকে পিয়ংইয়ংয়ের ওপর নজরদারি করা সংস্থা ৩৮ নর্থ জানিয়েছে, দেশটি ষষ্ঠ পরমাণু বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত। এর প্রস্তুতিও একবারে শেষের দিকে। রবিবার উত্তর কোরিয়া দেশটির জাতীয় দিবস পালন করবে। ওই দিনই ৬ষ্ঠ পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হতে পারে। এ নিয়ে উত্তর কোরিয়া-মার্কিন সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।

চলমান এ উত্তেজনার মধ্যেই দশ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম এশিয়া সফরে রবিবার সিউল আসছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার মার্কিন ও কোরীয় সেনাদের সঙ্গে ইস্টার উৎসব পালন করবেন। এপর সোমবার দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিয়ো-আহন’র সঙ্গে বৈঠক করবেন।

হোয়াইট হাউসের পররাষ্ট্রনীতি বিষয়ক এক উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, আমরা উত্তর কোরিয়ার পারামাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধির পদক্ষেপ নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করব।

রবিবার উত্তর কোরিয়ার জাতীয় দিবস। ‘ডে অব দ্য সান’ পরিচিত দিবসটিতে ৬ষ্ঠ পারমাণবিক বোমা পরীক্ষার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। আর ওই দিনই সিউল পৌঁছাবেন মাইক পেন্স। হোয়াইট হাউসের ওই উপদেষ্টা বলেন,  যদি উত্তর কোরিয়া পারমাণবিক বোমা পরীক্ষা করে তাহলে যুক্তরাষ্ট্রের বিকল্প পরিকল্পনা রয়েছে। সূথ্র: রয়টার্স, এএফপি।

/এএ/

সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে