X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কাশ্মির ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের নীরবতার সমালোচনায় ইমরান খান

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৯, ১৭:৫৯আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৯:১২

ভারত শাসিত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পর সেখানকার পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায় নিরবতা পালন করছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ওই অঞ্চলে যদি নৃতাত্ত্বিক মুসলমানদের হত্যা করা হয় তাহলে সেটার পরিণতি হবে ভয়াবহ।

ইমরান খান

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মির। মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সেখানকার জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে কূটনৈতিক সম্পর্ক হ্রাসসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। স্থগিত করা হয়েছে সব বাণিজ্য চুক্তি ও পরিবহন যোগাযোগ।

এক টুইট বার্তায় ইমরান খান লেখেন, ‘ভারত শাসিত কাশ্মিরে ১২ দিন ধরে কারফিউ, ইতোমধ্যেই অতি সামরিকায়িত অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েন, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্নতা এর আগে গুজরাটে মোদির মুসলিম নিধনের উদাহরণের কথা মনে করিয়ে দিচ্ছে’। তিনি প্রশ্ন রাখেন, বিশ্ব কী আরেকটি সার্বেনিয়া ধরনের হত্যাযজ্ঞ ও মুসলিম নিধন কাশ্মিরে প্রত্যক্ষ করবে? বিশ্ব সম্প্রদায়কে আমি সতর্ক করে দিতে চাই, এটা যদি ঘটতে দেওয়া হয় তাহলে মুসলিম বিশ্বে এর প্রতিক্রিয়া হবে মারাত্মক, সৃষ্টি হবে উগ্রপন্থা আর সহিংসতার এক চক্র।
এর আগে বুধবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের পার্লামেন্টে এক ভাষণে ইমরান খান বলেন, দিল্লির যেকোনও ভুল পদক্ষেপের সমুচিত জবাব দেওয়া হবে। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত আর ভারতের যেকোনও লঙ্ঘনের জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে। পুরো জাতি তৈরি রয়েছে আর তারা সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়াবে।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
সর্বশেষ খবর
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র