X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জান্তার কাঠগড়ায় সু চি

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২১, ১৭:১৮আপডেট : ১৪ জুন ২০২১, ১৭:২৭

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আটক মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র বিচারকাজ শুরু হচ্ছে। ঘুষ গ্রহণ এবং ঔপনিবেশিক সময়ের গোপনীয়তা আইন লঙ্ঘনসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগে এনেছে জান্তা সরকার। সামরিক শাসনের বিরুদ্ধে গত চারমাস ধরে সহিংস আন্দোলনের মধ্যেই সোমবার বিচারের মুখোমুখি হচ্ছেন শান্তিতে নোবেল জয়ী সু চি।

রাজধানী নেপিদো'র বিশেষ আদালতে বিচারকাজ শুরু হচ্ছে। এএফপি’র সাংবাদিক জানিয়েছে, ইতোমধ্যে সেখানে বিপুল সংখ্যাক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

গেল পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। এরপর থেকেই আটক আছেন তিনি। অভ্যুত্থানের পর থেকে দেশটিতে নাগরিক অসহযোগ আন্দোলন ও বিক্ষোভ চলছে। আন্দোলন দমন করতে গিয়ে আট শতাধিক মানুষ হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে সু চির দল বিলুপ্ত করার হুমকিও দিয়েছে জান্তা সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অবৈধভাবে ছয়টি রেডিও আমদানি ও ব্যবহার এবং নির্বাচনে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সেনা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগও তুলেছে।

গত বছরের নভেম্বরে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রোসি বিপুল ভোটে জয় লাভ করে। সেই নির্বাচনে ভরাডুবি হয় সেনা সমর্থিত দলের। ওই নির্বাচনে হারের পেছনে সু চি'র বিরুদ্ধে কারচুপির অভিযোগ জান্তা সরকারের।

সু চি’র আইনজীবী খিন মাং জাও শুনানির আগে এএফপি-কে জানান, ‘আমরা ভালো কিছুর প্রত্যাশায় আছি তবে সবচেয়ে খারাপ কিছু শোনার জন্যও প্রস্তুত’। ৭৫ বছর বয়সী সু চি’র বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রমাণিত হলে তাকে এক দশকের বেশি সময় কারাগারে থাকতে হতে পারে।

একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন অল্টারনেটিভ আসিয়ান নেটওয়ার্ক অন বার্মা’র সমন্বয়কারী ডেবি স্টোথার্ড। তিনি জানান, 'সু চিকে আজীবন কারাগারে রাখার পাঁয়তারা চালাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং।

গৃহবন্দি সু চির সঙ্গে তার আইনজীবী এ পর্যন্ত মাত্র দু’বার দেখা করার সুযোগ পেয়েছেন। তিনি আশাবাদী আগামী ২৬ জুলাইয়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে।

মিয়ানমারের জান্তা সরকারের দাবি, ক্ষমতায় থাকাকালে অং সান সু চি ঘুষ হিসেবে ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রীর কাছ থেকে ছয় লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ও ১১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ নিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এর আগে জানায়, দাতব্য সংস্থা দাউ খিন কিই ফাউন্ডেশনের সভাপতি থাকাকালে সু চি জমির অপব্যবহার সম্পর্কিত অভিযোগের পাশাপাশি ঘুষ হিসেবে অর্থ ও স্বর্ণ গ্রহণ করেন। যদিও সব অভিযোগ প্রত্যাখান করে আসছেন সু চি।

/এলকে/
সম্পর্কিত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা