X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা আইনের ফাঁদে বন্ধ হয়ে গেলো হংকং-এর গণতন্ত্রপন্থী পত্রিকা

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ১৭:০৯আপডেট : ২৩ জুন ২০২১, ১৭:২৩

হংকং-এর সবেচেয়ে প্রভাবশালী ও বৃহত্তম গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপেল ডেইলির প্রকাশনা বন্ধ হয়ে গেলো। বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি হংকং-এর বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে অ্যাপেল ডেইলির সম্পাদকসহ বেশ কয়েকজনকে কারাগারে বন্দি করে পুলিশ। বাধ্য হয়ে এর প্রকাশনা বন্ধ করেছে কর্তৃপক্ষ।

হংকং প্রশাসনের অভিযোগ, পত্রিকাটি জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করেছে। এই ট্যাবলয়েড পত্রিকাটি হংকং এবং চীনা সরকারের সমালোচক হিসেবে পরিচিত।

বেশ কিছুদিন ধরেই হংকং এর সবচেয়ে বড় গণতন্ত্রপন্থী পত্রিকাটিকে নিয়ে প্রশাসনকে কঠোর অবস্থানে দেখা যায়। নিরাপত্তা আইন ভঙ্গের অজুহাতে পত্রিকার প্রধান সম্পাদক রায়ান ল, প্রধান নির্বাহী কর্মকর্তা চিয়াং কিম -হাং, প্রধান পরিচালনাকারী কর্মকর্তা চৌ তাত-কুয়েন, উপ-প্রধান সম্পাদক পুইম্যানসহ প্রধান নির্বাহী সম্পাদক চিয়াং চি-ওয়াইকে আটক করে নিরাপত্তা বাহিনী। এতে কার্যক্রম অনেকটাই থমকে যায়। অভিযান চালানো হয় পত্রিকার অফিসেও। এর আগে হংকং-এর মিডিয়া মুঘল অ্যাপেল ডেইলির মালিক জিমি লাইকেও গ্রেফতার হন।

গত বৃহস্পতিবার ওই পত্রিকার অফিসে তল্লাশি চালায় কমপক্ষে ৫শ’ পুলিশ। প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন বলে অভিযোগ আনা হয়েছে। বার্তাকক্ষে প্রবেশ করে তাণ্ডব চালায় নিরাপত্তা বাহিনী। সেসময় বিপুল অঙ্কের সম্পত্তি জব্দ করে।

এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে অ্যাপেল ডেইলির প্রকশনা বন্ধের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কর্মীদের নিরাপত্তার স্বার্থে মধ্যরাত থেকে এর কার্যক্রম বন্ধ হচ্ছে। তবে বৃহস্পতিবার (২৪ জুন) সর্বশেষ প্রকাশনা বের হবে’। পত্রিকার পাঠক, কর্মী ও বিজ্ঞাপনদাতাসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি জানিয়েছে, সরকারের দমন-পীড়ন স্বাধীন মত প্রকাশের ওপর আক্রমণ।

 

/এলকে/
সম্পর্কিত
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা