X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মালিকের কাছে ফিরলো সেই পোষা সিংহটি

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২১, ০৭:৫০আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৭:৫০
image

কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর মালিকের কাছে ফিরে গেছে গত মাসে জব্দ করা পোষা সিংহটি। কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ মাস বয়সী পুরুষ সিংহটি অবৈধভাবে পাচার করে দেশটিতে নিয়ে যায় এক চীনা নাগরিক। টিকটকে একটি ভিডিও দেখার পর গত এপ্রিলে তদন্ত শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আদর ও গোসল করানোর ভিডিও প্রকাশ করার পর ৭০ কেজি ওজনের সিংহটির বিষয়ে গত এপ্রিলে তদন্ত শুরু করে কম্বোডিয়ার কর্তৃপক্ষ। দেশটির রাজধানীর একটি বিলাসবহুল বাড়ি থেকে গত ২৭ জুন পোষা সিংহটি জব্দ করে একটি উদ্ধার কেন্দ্রে পাঠানো হয়।

তখন থেকেই এর মালিক সিংহটি ফিরে পেতে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন জানিয়ে আসছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ওই চীনা নাগরিকের নাম ঝাই জিনজিয়ান বলে জানিয়েছে। রবিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হান সেন মালিকের আবেদনে সাড়া দেন।

প্রধানমন্ত্রী হান সেন জানান, ইস্যুটি নিয়ে তিনি কৃষিমন্ত্রী ভেং সাখোনের সঙ্গে আলোচনা করেছেন আর প্রাণীটি যথাযথভাবে একটি খাঁচায় রাখার শর্তে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় সম্মত হয়েছি। এছাড়া মালিকের কাছ থেকে কোনও জরিমানা আদায় করা হয়ে থাকলে তাও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মালিককে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিলো বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর পোস্টের নিচে মন্তব্য করে তাকে ধন্যবাদ জানান সিংহটির মালিক। এছাড়া তাকে সমর্থন জানানোয় কম্বোডিয়ার মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সহানুভূতির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সিং    হটির নিরাপত্তা নিশ্চিত করবে কর্তৃপক্ষ।

কম্বোডিয়ার পরিবেশ মন্ত্রণালয় জানায় দেশটিতে সিংহ পোষা বেআইনি। দেশটির বন আইনের ৪৯ ধারা উল্লেখ করে তারা জানায় এই ধারায় বন্যপ্রাণীর জন্য বিপজ্জনক হতে পারে এমন কোনও কাজকর্মই বেআইনি। সিংহটিকে জব্দ করতে ভূমিকা রাখে ওয়াইল্ডলাইফ অ্যালায়েন্স নামের একটি গ্রুপ। তাদের পক্ষ থেকে বলা হয়েছিলো ওই মালিকের বাড়িটি বন্যপ্রাণী রাখার জন্য উপযুক্ত নয়।

তবে প্রাণীটির সঙ্গে কোনও অন্যায় আচরণের কথা অস্বীকার করেন ওই মালিক। তিনি জানান, কেবল পোষা প্রাণী রাখার জন্যই মাসে পাঁচ হাজার ডলার দিয়ে বাড়ি ভাড়া করেছেন তিনি। কম্বোডিয়ায় সিংহ পোষা রাখা বেআইনি তা জানতেন না বলে দাবি করেন তিনি। আর এর কারণে প্রতিবেশিদের কোনও ক্ষতি হলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি।

আরও পড়ুন: টিকটক ভিডিও দেখে পোষা সিংহ আটক

/জেজে/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী