X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কয়েদির পোশাকে আদালতে সু চি

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩০

মিয়ানমারের উৎখাত হওয়া নেত্রী অং সান সু চিকে কয়েদির পোশাক পরিয়ে আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারকার্য সম্পর্কে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য জানিয়েছে। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

৭৬ বছর বয়সী নোবেলজয়ী সু চিকে উসকানি ও করোনাবিধি লঙ্ঘনের অভিযোগে সামরিক সরকারের বিশেষ আদালত চার বছরের কারাদণ্ড দেয়। পরে তার সাজার মেয়াদ কমিয়ে দুই বছর করেন জান্তা প্রধান। তাকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।

সূত্র জানায়, আদালতে সু চি সাদা টপ ও বাদামি রঙের ডোরাকাটা পোশাক পরে হাজির হন। এটি মিয়ানমারের কয়েদিদের পোশাক। এই প্রথম সু চিকে কয়েদির পোশাকে হাজির করা হলো।

ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত সু চির সরকারকে সামরিক অভ্যুত্থানে উৎখাত করার পর হতেই মিয়ানমারে অস্থিতিশীলতা বিরাজ করছে। সামরিক সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয় এবং সামরিক শাসনের অবসানের জন্য আন্তর্জাতিক চাপ জোরালো হয়েছে।

সু চি’র বিরুদ্ধে প্রায় এক ডজন অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, সব অভিযোগে দোষী প্রমাণিত হলে তার শতাধিক বছরের কারাদণ্ড হতে পারে। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

রয়টার্স আরও জানিয়েছে, রাজধানী নেপিদোর সাবেক মেয়র মিয়ো অংকেও শুক্রবার কারা পোশাকে আদালতে হাজির করা হয়।

মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, সু চি ও উৎখাত হওয়া প্রেসিডেন্ট বিচার চলাকালে একই স্থানে অবস্থান করবেন, তাদের কারাগারে পাঠানো হবে না।

/এএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
‘এতই বিকট শব্দ আসছে, মনে হচ্ছে বাড়ির পাশে যুদ্ধ চলছে’
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন