X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘তিন অশুভ শক্তির’ বিরুদ্ধে কাজাখস্তানকে সহায়তার অঙ্গীকার চীনের

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২২, ২৩:৫০আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২৩:৫০

কাজাখস্তানে সাম্প্রতিক অস্থিরতার নিন্দা জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কাজাখস্তানের সরকারবিরোধী বিক্ষোভকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে ‘তিন অশুভ শক্তি’র বিরুদ্ধে লড়াইয়ে দেশটিকে সহায়তার অঙ্গীকার করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

কাজাখস্তানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির পাশে থাকারও প্রতিশ্রুতি দেন ওয়াং ই। এর আগে কাজাখ কর্তৃপক্ষও সাম্প্রতিক গণবিক্ষোভের জন্য বিদেশি হস্তক্ষেপের দিকে ইঙ্গিত করেছিল। তবে সুস্পষ্টভাবে কোনও দেশের নাম জানায়নি তারা।

সোমবার কাজাখ পররাষ্ট্রমন্ত্রী মুখতার তেলুবের্দির সঙ্গে ফোনে কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘তিন অশুভ শক্তির’ বিরুদ্ধে কাজাখস্তানকে সহায়তা দেবে বেইজিং। এই তিন শক্তি হচ্ছে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মীয় চরমপন্থা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে কাজাখস্তানে কোনও বিপ্লব বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে রুশ নেতৃত্বাধীন জোটের সেনা মোতায়েনের উদ্দেশ্য নিয়েও কথা বলেছেন তিনি। জানিয়েছেন, কাজাখস্তানে মস্কোর নেতৃত্বাধীন সিএসটিও সামরিক জোটের উপস্থিতি সাময়িক। দেশটিতে এই জোটের হস্তক্ষেপ আসলে একটি বার্তা। আর সেই বার্তা হচ্ছে এই অঞ্চলের কোনও সরকারকে দুর্বল হতে দেওয়া হবে না।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিরুদ্ধে গত সপ্তাহে কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। ৯ জানুয়ারি রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহের বিক্ষোভে সারা দেশে ১৬৪ জন নিহত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা