X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সুনামিতে টোঙ্গায় ব্যাপক ক্ষতির আশঙ্কা, এখনও বিচ্ছিন্ন যোগাযোগ

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ০৭:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৭:৩২

অগ্নুৎপাত এবং সুনামির কবলে পড়া টোঙ্গার বিশাল এলাকার কোনও খোঁজ রবিবারেও পাওয়া যায়নি। টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দূর দেশ নিউ জিল্যান্ডে বসবাসকারী অনেকেই প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে থাকা বহু প্রিয়জনের খোঁজ নিতে পারেননি। এখনও জানা যায়নি হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ।

শনিবার প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়। এর জেরে ১.২ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি করা হয়। টোঙ্গাসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বেশ কয়েকটি দ্বীপের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে বিশালাকার ঢেউ উপকূলীয় বাড়িঘর উপড়ে নিয়ে যাচ্ছে।

শনিবার স্থানীয় সময় বিকাল ছয়টা ৪০ মিনিটে ইন্টারনেট ও টেলিফোন লাইন বিকল হয়ে যায়। এতে টোঙ্গার এক লাখ পাঁচ হাজার বাসিন্দা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রবিবার এক সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, শক্তিশালী অগ্ন্যুৎপাতের পর সুনামির ঢেউয়ে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার রাজধানীতে নুকু'আলোফায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে দেশটিতে থাকা নিউ জিল্যান্ডের দূতাবাসের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউ জিল্যান্ড থেকে প্রায় দুই হাজার ৩৮৩ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত দ্বীপরাষ্ট্র টোঙ্গা। এর বাসিন্দা এক লাখ পাঁচ হাজার। জাসিন্ডা আরডার্ন বলেন, ‘অগ্নুৎপাতের ছাই ও ধোঁয়ায় নুকু’আলোফা ঢেকে গেছে কিন্তু অন্য পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে।’ তিনি বলেন, ‘টোঙ্গার অনেক এলাকার কোনও খোঁজ নেই... আমরা যোগাযোগই স্থাপন করতে পারিনি।’

শনিবার অগ্ন্যুৎপাতের যে দৃশ্য স্যাটেলাইটে ধরা পড়েছে তাতে দেখা গেছে গ্যাস,ধোঁয়া ও ছাই আকাশে ২০ কিলোমিটার পর্যন্ত উচ্চতা উঠেছে। আট মিনিটের এই অগ্ন্যুৎপাত এত বিশাল ছিল যে ৮০০ কিলোমিটার দূরের ফিজিতেও বিকট শব্দ শোনা গেছে। এমনকি ২ হাজার ৩০০ কিলোমিটার দূরে নিউ জিল্যান্ডেও ঝড়ের সতর্কতা জারি করা হয়। 

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া